Tranding

06:17 PM - 01 Dec 2025

Home / World / মিয়ানমারে মিলিটারী আগ্রাসনের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত! জানাল ইউনিসেফ

মিয়ানমারে মিলিটারী আগ্রাসনের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত! জানাল ইউনিসেফ

গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।

মিয়ানমারে মিলিটারী আগ্রাসনের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত! জানাল ইউনিসেফ

মিয়ানমারে মিলিটারী আগ্রাসনের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত! জানাল ইউনিসেফ
  
৭ অক্টোবর, ২০২২


মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।


গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।


অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিরোধীদের দমন করতে সেনাবাহিনী বহু গ্রাম ধ্বংস করেছে, বিচারবহির্ভূত ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া অর্ধেকেরও বেশি মানুষ দেশটির উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের।

জাতিসংঘের মানবিক সংস্থা মে মাসে জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারজুড়ে ১২ হাজারেরও বেশি বেসামরিক সম্পত্তি পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে সাগাইংয়ের একটি গ্রামে বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ১১ জন স্কুলছাত্র নিহত হয়।

Your Opinion

We hate spam as much as you do