তিনি হারিয়ে যাওয়া নৃগোষ্ঠী নিয়েন্ডারথাল ও আরও এক অধুনা অবলুপ্ত নৃগোষ্ঠী ডেনিসোভানের জিনোম বিশ্লেষন ক'রে দেখিয়েছেন আজ থেকে ৭০০০০ বছর আগে আধুনিক মানব প্রজাতি হোমো স্যাপিয়েন্স যখন আফ্রিকা থেকে পরিযান শুরু করে তখন পূর্বোক্ত দুই অধুনা অবলুপ্ত গোষ্ঠীর থেকে হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীর দেহে জিনের আগমন বা জিন ট্রান্সফার ঘটে এবং সেই অবলুপ্ত মানব প্রজাতির জিন আজও আমারা বহন করে চলেছি।
প্রত্নজিনতত্ত্বের উদ্ভাবক সাভান্তে পাবোর নোবেল ২০২২ চিকিৎসাবিদ্যায়
5th oct 2022
এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন সুইডেনবাসী নৃতত্ববিদ্ সাভান্তে পাবো। তিনি কার্যত বিজ্ঞানের এক নতুন ধারার জন্ম দিয়েছেন যাকে বলা চলে প্যালিও জিনোমিকস্ বা প্রত্ন জিনতত্ব।
তিনি হারিয়ে যাওয়া নৃগোষ্ঠী নিয়েন্ডারথাল ও আরও এক অধুনা অবলুপ্ত নৃগোষ্ঠী ডেনিসোভানের জিনোম বিশ্লেষন ক'রে দেখিয়েছেন আজ থেকে ৭০০০০ বছর আগে আধুনিক মানব প্রজাতি হোমো স্যাপিয়েন্স যখন আফ্রিকা থেকে পরিযান শুরু করে তখন পূর্বোক্ত দুই অধুনা অবলুপ্ত গোষ্ঠীর থেকে হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীর দেহে জিনের আগমন বা জিন ট্রান্সফার ঘটে এবং সেই অবলুপ্ত মানব প্রজাতির জিন আজও আমারা বহন করে চলেছি।
নিয়েন্ডারথালদের থেকে আসা জিন যেমন আমাদের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাকে চাঙ্গা করেছে, তেমনি ডেনিসোভানদের থেকে পাওয়া EPAS1 জিন অতি উচ্চতায় মানে হাই অল্টিটিউডে খাপ খাওয়াতে সাহায্য করছে আজকের মানুষকে। অবলুপ্ত ডেনিসোভানদের এই EPAS1 জিনের খোঁজ মিলেছে আধুনিক যুগের তিব্বতি মানুষের মধ্যে।
We hate spam as much as you do