১০০ বিলিয়ন ডলারের মালিক আদানি ৯৯ ডলারের মালিক আম্বানিকে টপকে গোটা বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দশ নম্বরে চলে এলেন। গোটা দেশের অর্থনীতি যখন ধুঁকছে তখন তাৎপর্যপূর্ণ ভাবে আদানির সম্পত্তির পরিবার স্রেফ এই বছরেই এখনও অব্দি ২৩.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
আম্বানিকে টপকে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি
উত্থান দাস
গ্যাস, পেট্রল, ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় গরীব - মধ্যবিত্ত মানুষ দিশেহারা। বিগত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব হার সবচেয়ে বেশী, মুডি সোভারেইন রেটিং বা ঋণ পরিশোধ করার ক্ষমতা Baa3 র নীচে নামিয়ে দিয়েছে, অর্থনীতি বোঝার মাপকাঠি জিডিপির হাল বাংলাদেশের চেয়েও খারাপ। এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে চমকে দিয়ে কয়েক মাস আগে দেখা গিয়েছিল যে এশিয়ার প্রথম দশজন ধনীতম ব্যক্তির তালিকায় দশজনই ভারতীয়। সেই তালিকায় এক নম্বর ছিলেন মোদী ঘনিষ্ঠ আম্বানি।
তবে এদিন আম্বানিকে টপকে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। তাৎপর্যপূর্ণ ভাবে আদানিও প্রধানমন্ত্রীর মোদীর অন্যতম ঘনিষ্ঠ। বিজেপির ফুলে ফেঁপে ওঠার পিছনে আম্বানির মত তাঁর অবদানও অনস্বীকার্য। ব্লুমবার্গ বিলিয়নীয়র্স ইনডেক্স অনুযায়ী আদানিই এখন এশিয়ার ধনীতম ব্যক্তি।
এর ফলে ১০০ বিলিয়ন ডলারের মালিক আদানি ৯৯ ডলারের মালিক আম্বানিকে টপকে গোটা বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দশ নম্বরে চলে এলেন। গোটা দেশের অর্থনীতি যখন ধুঁকছে তখন তাৎপর্যপূর্ণ ভাবে আদানির সম্পত্তির পরিবার স্রেফ এই বছরেই এখনও অব্দি ২৩.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
আর আম্বানির সেখানে বেড়েছে ৯.০৩ বিলিয়ন। ব্লুমবার্গ ইনডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু - আয়েড বয় ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমান ২৭৩ বিলিয়ন ডলার। তাঁর ঠিক নীচেই রয়েছেন জেফ বেজস যার সম্পত্তির পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার।
তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন বের্নার্ড আর্ণল্ট (১৪৮ বিলিয়ন ডলার) ও মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (১৩৩ বিলিয়ন ডলার)। পঞ্চম স্থানে ১২৭ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন ওয়ারেন বাফেট।
We hate spam as much as you do