Tranding

02:42 PM - 01 Dec 2025

Home / Other Districts / আরজিকর- প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল রুখল পুলিশ, পথ অবরোধ

আরজিকর- প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল রুখল পুলিশ, পথ অবরোধ

এর জেরে এসএন ব্যানার্জি রোড পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ মিছিলকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করলে ৷ এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়, এসএন ব্যানার্জি ও তার পার্শ্ববর্তী রাস্তাগুলিতে ৷ তবে, কেন পুলিশ এই মিছিল ধর্মতলায় যেতে আটকাচ্ছে ? এনিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, ধর্মতলা মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে ৷ আগের দিন মহামিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী স্লোগান তোলা হয়

আরজিকর- প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল রুখল পুলিশ, পথ অবরোধ

আরজিকর- প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল রুখল পুলিশ, পথ অবরোধ 

 3 সেপ্টেম্বর 2024

নাগরিক সমাজের ডাকে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে মিছিল ৷ সোমবার  দুপুরের এই মিছিল এসএন ব্যানার্জি রোডে আটকাল কলকাতা পুলিশ ৷ মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মিছিল পুলিশ রুখে দিতেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা ৷ যার জেরে কলকাতা পুরনিগমের সামনে এসএন ব্যানার্জি রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ৷


গতকাল  বেলা আড়াইটে নাগাদ মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয় ৷ মিছিলটি এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, পুলিশ কলকাতা পুরনিগমের সামনে এসএন ব্যানার্জি রোডে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় ৷ বাধা পেয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা ৷ হুঁশিয়ারি দেওয়া হয়, মিছিল এগোতে না-দিলে, পথ আটকে বিক্ষোভ দেখাবেন তাঁরা ৷ কিন্তু, পুলিশ সেই হুমকিতে কর্ণপাত না-করায় এসএন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিছিলকারীরা ৷


এর জেরে এসএন ব্যানার্জি রোড পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷  মিছিলকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করলে ৷ এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়,  এসএন ব্যানার্জি ও তার পার্শ্ববর্তী রাস্তাগুলিতে ৷ তবে, কেন পুলিশ এই মিছিল ধর্মতলায় যেতে আটকাচ্ছে ? এনিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, ধর্মতলা মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে ৷ আগের দিন মহামিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী স্লোগান তোলা হয় ৷ যার জেরে সাময়িক উত্তেজনা দেখা দেয় ৷ সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পুলিশ নাগরিক সমাজের মিছিলকে ধর্মতলায় যাওয়া থেকে আটকাচ্ছে বলে দাবি করা হয়েছে ৷

Your Opinion

We hate spam as much as you do