Tranding

05:10 PM - 01 Dec 2025

Home / Other Districts / সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ নিয়োগ হবে ৯ বছর পর

সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ নিয়োগ হবে ৯ বছর পর

২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অর্থাৎ প্রায় ৯ বছর পর চাকরির আশা দেখছেন প্রার্থীরা। ২০২০ সালে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেও প্যানেল প্রকাশ করার অনুমতি দেওয়া হয় ২০২৩ সালে। এরপর আবার মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এভাবেই মামলার জটে আটকে ছিল নিয়োগ।

সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ নিয়োগ হবে ৯ বছর পর

সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ নিয়োগ হবে ৯ বছর পর

 Oct 26, 2024 


উচ্চ প্রাথমিক মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে, বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। উচ্চপ্রাথমিকে নিয়োগপত্র দিতে আর কোনও বাধা নেই। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন ধরে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই হবে নিয়োগ। ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং শুরু হবে নিয়ম মেনে। নিয়োগে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হওয়ায় ফের জটিলতা তৈরি হয়।


২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অর্থাৎ প্রায় ৯ বছর পর চাকরির আশা দেখছেন প্রার্থীরা। ২০২০ সালে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেও প্যানেল প্রকাশ করার অনুমতি দেওয়া হয় ২০২৩ সালে। এরপর আবার মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এভাবেই মামলার জটে আটকে ছিল নিয়োগ।


আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশই বহাল থাকবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯.

Your Opinion

We hate spam as much as you do