বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা।
সংক্রমণ রুখতে আবার কার্যত লক ডাউন
ভোটের জমায়েতের সময় মনে পড়েনি। ভোট মিটতেই আবার সংক্রমণ রুখতে বন্ধ
সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা নবান্নের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিনেমা হল-শপিং মল, বেঁধে দেওয়া হল বাজারের সময়
বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা।
করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম, স্পা, সুইমিং পুল। নির্দিষ্ট সময় মেনে বসবে বাজার। শুক্রবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে।
নির্দেশিকায় বলা হয়েছে শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে। তবে অনলাইন পরিষেবা এবং অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত। ফের দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা যাবে বাজার, হাট। সামাজিক কোনও অনুষ্ঠানের জন্য জমায়েতও করা যাবে না বলে নির্দেশে লেখা রয়েছে।
ভোট গণনাকে ঘিরে জমায়েত, বিজয় মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ।
ভোট মিটতেই এই সিদ্ধান্ত। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার পর এই সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবুও
যে ভাবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, তাতে এই ‘আংশিক লকডাউন’ যে সত্যিই প্রয়োজন, মানছেন চিকিত্সকদের একাংশ
ছবি- Hindustan Times bangla
We hate spam as much as you do