প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে অভিযোগ করা হয়েছে, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। তার জেরে পর্ষদের কাজ ব্যহত হচ্ছে। কর্মীরা দফতরে যেতে পারছেন না। তাঁদের প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
টেট উত্তীর্ণদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টে পর্ষদ, জরুরি ভিত্তিতে শুনানির আর্জি
Wed, Oct 19, 2022,
প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরীপ্রার্থীদের বিরোধিতায় হাইকোর্টে আপিল করল।
করুণাময়ীতে রাস্তা আটকে টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে দফতরের কাজ ব্যহত হচ্ছে। কর্মীরা দফতরে প্রবেশ করতে পারছেন না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়েছে। পর্ষদের অভিযোগ মানতে নারাজ বিক্ষোভকারীরা।
প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে অভিযোগ করা হয়েছে, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। তার জেরে পর্ষদের কাজ ব্যহত হচ্ছে। কর্মীরা দফতরে যেতে পারছেন না। তাঁদের প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদেরঅভিযোগ গত তিনদিন ধরে করুণাময়ীতে পর্ষদের দফতরের পাশে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। ২০১৪ সালে টেট পাশ করেও তাঁরা চাকরি পাননি। তাই চাকরির দাবিতে গত তিন দিন ধরে ধর্না শুরু করেছেন তাঁরা। রাস্তায় বসে পড়ে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পুলিশ তাঁদের সরে যাওয়ার আর্জি জানালেও অবস্থান বিক্ষোভে অনড় টেট উত্তীর্ণরা। পর্ষদের অভিযোগ রাস্তা আটকে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখানোয় তাঁদের দফতরের কাজে সমস্যা হচ্ছে। দফতরে কর্মীদের আসতে সমস্যা হচ্ছে। ইডি-সিবিআই যে বারবার তাঁদের কাছে তথ্য চেয়ে পাঠাচ্ছে সেটা নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে এই ধর্নার কারণে।
পর্ষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হলেও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সবে তো তিনদিন হল ধর্না শুরু হয়েছে। এখনই এত তাড়া হুড়ো কেন। আর একদিন ধর্না চললে কোনও অসুবিধা হবে না। মামলা দায়েরের পুরো প্রক্রিয়া শেষ করার পরেই শুনানি হবে বলে জানিয়েছেন তিিন। কাজেই পর্ষদের জরুরি ভিত্তিতে শুনানির আর্জি তেমন ভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। মনে করা হচ্ছে আগামীকাল মামলার শুনানি হতে পারে।
পর্ষদের মামলা করার খবর জানার পরেও অবস্থান থেকে সরতে নারাজ টেট উত্তীর্ণরা। তাঁরা অভিযোগ করেছেন, কোনও ভাবেই পর্ষদের কোনও কাজে তাঁরা বাধা দিচ্ছেন না। পর্ষদের দফতর থেকে ২০০ মিটার দূরে অবস্থান করছে তারা। কোনও রকম মাইকের ব্যবহার তাঁরা করছেন না। কাজেই পর্ষদের কোনও কর্মীর দফতরে যাওয়ার এবং কাজের সমস্যা তাঁরা করছেন না।
We hate spam as much as you do