নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্ত-রাঙা সেই হাতে জ্বলজ্বল করছে একটা কাস্তে। যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার, রাতের দখল নিচ্ছে মেয়েরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।
স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত 'দখল সারা বাংলায় জমায়েত
14 Aug 2024
ফেসবুকে পোস্টের ছয়লাপ। টাইমলাইন খুললেই নারীশক্তির ডাক। ভারতের স্বাধীনতার উদযাপনের মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাক দিল বাংলার মেয়েরা। সারা বাংলার দিকে দিকে মধ্যরাতের কিছু আগেই সঙ্ঘবদ্ধ হবে নারীশক্তি। দেবে অন্যায় থেকে মুক্তির ডাক। আর জি করের ঘটনার ন্যায়-বিচারের ডাক। মেয়েদের ভয়-মুক্তির ডাক। 'রাতের দখল' নেবে এই বাংলার মেয়েরা। প্রথমে শহর কলকাতার নির্দিষ্ট তিনটি জায়গা ঠিক হয়েছিল, কলেজ স্ট্রিট, যাদবপুর, অকাদেমি। তারপর এমন সাড়া মিলতে শুরু করে যে, এখন শহর ও জেলার দিকে দিকে , বড় একটা মোড়েই জমায়েতের ডাক দিয়েছেন মেয়েরা। আর যাঁরা পথে নামতে পারবেন না, তাঁরা বাড়িতেই বাজাবেন শাঁখ। দেবেন নারী ঐক্যের ডাক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে কোথায় কোথায় হচ্ছে জমায়েত, তার একটা তালিকা দেওয়া হল।
নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্ত-রাঙা সেই হাতে জ্বলজ্বল করছে একটা কাস্তে। যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার, রাতের দখল নিচ্ছে মেয়েরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্য়ুতে এবার, প্রাক-স্বাধীনতার রাতে, রাজ্য়জুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। বুধবার, ঠিক রাত ১১.৫৫-এ রাজ্য়ের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ডাকা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য়রাতে আরজি কর হাসপাতালে ঘটে যায় নারকীয় সেই ঘটনা। ডাক্তার, যিনি কিনা অন্য়ের প্রাণ বাঁচান। সেই তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি। যেখানে রোগী আরোগ্য়ের জন্য় যান, সেখানেই পাশবিক অত্য়াচারের ঘটনা ঘটে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মহিলাই। এই পরিস্থিতিতে, সোশ্য়াল মিডিয়ায় একটি জমায়েতের ডাক দেওয়া হয়, 'মেয়েরা রাত দখল করো...The Night Is Ours।' প্রথমে যাদবপুর, অ্য়াকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু এখন আর সেই আহ্বান কলকাতায় সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি। সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান। তাতে সাড়া দেন লক্ষ লক্ষ মানুষ। পুরুষ-মহিলা, নবীন-প্রবীণ নির্বিশেষে। তাতে সাড়া দেন তারকারাও। রিপোস্ট করেন। আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
১৯৭৫ সালে ফিলাডেলফিয়ার একটি খুনের ঘটনায় এভাবেই পথে নেমেছিলেন মহিলারা। সেই আন্দোলনের নাম ছিল 'টেক ব্য়াক দ্য় নাইট'। দিল্লির নির্ভয়াকাণ্ডের পরও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। এবার আর জি কর-কাণ্ডের পর, ফের রাতে রাত দখলের ডাক দিয়ে, রাজ্য়জুড়ে নামছেন মহিলারা। কিন্তু এই আন্দোলনের কোনও প্রভাব কি পড়বে বিকৃতমনস্কদের মনে ? মেয়েদের এই রুখে দাঁড়ানো কি বদলাতে পারবেন প্রতি রাতের ভয়ের ছবিটা ? উত্তর দেবে সময় !
We hate spam as much as you do