জল জীবন মিশন প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হল রাজ্যকে। নবান্ন সূত্রে খবর ৯৫১ কোটি ৫৭ লক্ষ ২৫ হাজার টাকা জলজীবন মিশন প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয়েছে রাজ্যকে।
মমতার ধর্নার আগে আজই কেন্দ্র টাকা দিল রাজ্যকে হাজার কোটি
FEBRUARY 2, 2024,
শুক্রবার থেকেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইসুকে সামনে রেখে ধর্না কর্মসূচি শুরু করতে চলেছেন। ধর্নার কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। জল জীবন মিশন প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হল রাজ্যকে। নবান্ন সূত্রে খবর ৯৫১ কোটি ৫৭ লক্ষ ২৫ হাজার টাকা জলজীবন মিশন প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবারই এই চিঠি কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে নবান্নকে।
মূলত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প কেন্দ্রীয় সরকার নেয়। কেন কেন্দ্রের নাম ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি রাজ্যের বিরোধীদল কেন্দ্রের জলশক্তি মন্ত্রককে চিঠি দেয়। যদিও এই দিনে এই বরাদ্দ পাওয়ার পর সেই অভিযোগ কার্যত টিকলো না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার কয়েক ঘণ্টা আগেই কেন এই বরাদ্দ?”
রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইসুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন। আর এই বরাদ্দের মাধ্যমে কার্যত কেন্দ্র বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন কেন্দ্র দিচ্ছে না তা নিয়ে সরব হয়েই মমতা ধরনা কর্মসূচি শুরু করছেন। শুক্রবার ১০০ দিনের কাজের টাকা না পাওয়া শ্রমিকরা যেমন এই আন্দোলন প্রতিবাদে সামিল হবেন, তেমনই শনিবার আবাস যোজনার বরাদ্দ না পাওয়া উপভোক্তারাও শামিল হবেন প্রতিবাদে। রবিবার দুপুরে এই ধরনা কর্মসূচি তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিল্লি যাওয়ারও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কিন্তু ধরনা কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই এই কেন্দ্রীয় বরাদ্দ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
We hate spam as much as you do