Tranding

02:55 PM - 01 Dec 2025

Home / Other Districts / যাদবপুরে ছাত্র শিক্ষক জেনারেল মিটিংয়ের সময়ই সংঘর্ষে তিন সংগঠন

যাদবপুরে ছাত্র শিক্ষক জেনারেল মিটিংয়ের সময়ই সংঘর্ষে তিন সংগঠন

আইসা, এসএফআই এবং ডিএসওর সঙ্গে তৃণমূলের ছাত্র পরিষদের তুমুল সংঘর্ষ ঘটে ক্যাম্পাসে। ধস্তাধস্তি, দফায় দফায় মারামারি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, টিএমসিপির বহিরাগতরা হামলা চালিয়েছে।

যাদবপুরে ছাত্র শিক্ষক জেনারেল  মিটিংয়ের সময়ই সংঘর্ষে তিন সংগঠন

যাদবপুরে ছাত্র শিক্ষক জেনারেল  মিটিংয়ের সময়ই সংঘর্ষে তিন সংগঠন


 ১৭ আগস্ট, ২০২৩

যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে এদিনই ক্যাম্পাসে একটি জেনারেল বডি মিটিংয়ের ডাক দেওয়া হয়। অরবিন্দ ভবনের সামনে জড়ো হয় ছাত্রছাত্রীরা। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ডেপুটেশন দিতে আসে। টিএমসিপির সদস্যদের দেখেই স্লোগান তুলতে থাকে বাম ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা স্লোগান দিতে থাকে টিএমসিপিও। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। 


 আইসা, এসএফআই  এবং ডিএসওর সঙ্গে তৃণমূলের ছাত্র পরিষদের তুমুল সংঘর্ষ  ঘটে ক্যাম্পাসে। ধস্তাধস্তি, দফায় দফায় মারামারি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, টিএমসিপির বহিরাগতরা হামলা চালিয়েছে। টিএমসিপির পাল্টা দাবি, এসএফআইয়ে নেতৃত্ব বাম সংগঠনগুলি তৃণমূল সমর্থকদের মারধর করে। এই সংঘর্ষকে ঘিরে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা ছিল যাদবপুরে । পরে দুপক্ষই মিছিলও করে বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ধস্তাধস্তির ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানায় তৃণমূল ছাত্র পরিষদ। ১০ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

 

এদিনও সকাল থেকে উত্তপ্ত ছিল ক্যাম্পাস। ডিএসও বিশ্ববিদ্যালয়ের  ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে দীর্ঘক্ষণ ঘেরাও করে। এর জন্য তিনি লালবাজারে এবং রাজ্যপালের ডাকা রাজভবনের বৈঠকে যেতে পারেননি। তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয়ের বাইরে ধরনায় বসেছিল। সেখান থেকেই টিএমসিপির সমর্থকরা স্মারকলিপি দিতে ক্যাম্পাসে ঢুকতে যান। বাম ছাত্র সংগঠনগুলি তাদের আটকে দেয়। তারপরই দুপক্ষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়।  সংঘর্ষের ঘটনায় তৃণমূলের এক ছাত্র আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধস্তাধস্তির মাঝেই আহত হন তৃণমূল ছাত্রনেত্রী। 

Your Opinion

We hate spam as much as you do