জানা গিয়েছে, হঠাত্ করে পাহাড় থেকে জল নেমে আসে এ দিন। জলের স্রোত আচমকা এত বেড়ে যায় যে টাল সামলাতে পারেননি উপস্থিত মানুষজন। উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের স্থানীয় মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
মাল নদীতে বিসর্জনে ভয়াবহ বিপর্যয়! হড়পা বানে ভেসে গেল অনেক, উদ্ধার ৭ মৃতদেহ
Oct 05, 2022
দশমীর প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়িতে। হড়পা বানে ভেসে গেলেন বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যায় নদীতে আচমকাই ফুলে ফেঁপে ওঠে জল। আর জলের তোড়ে ভেসে যান অনেকে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে। অনেকেই নদীর মাঝে থাকা স্থলভাগে আটকে রয়েছেন বলে খবর। নিখোঁজ অন্তত ৪০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জলপাইগুড়ি জেলার মাল বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুর্গা প্রতিমার বিসর্জন চলছিল মাল নদীতে। সেই বিদায় দৃশ্য দেখার জন্য উপস্থিত ছিলেন অনেকেই। আর সেই নিরঞ্জন চলাকালীনই বিপর্যয়। হঠাত্ করেই নদীতে জল বেড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই অনেকে পড়ে যান নদীর জলে। মাঝ নদীতে আটকে পড়ে গাড়িও।
জানা গিয়েছে, হঠাত্ করে পাহাড় থেকে জল নেমে আসে এ দিন। জলের স্রোত আচমকা এত বেড়ে যায় যে টাল সামলাতে পারেননি উপস্থিত মানুষজন। উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের স্থানীয় মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বিধায়ক বুলুচিক বরাইক জানিয়েছেন, প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, হঠাৎ করে জল বেড়ে যাওয়াতেই এরকম একটি ঘটনা ঘটেছে। বিধায়ক ও জেলা শাসক সাতজনের মৃত্যুর খবর জানিয়েছেন।
আগেও মাল নদীতে হড়বা বান আসতে দেখেছেন এলাকার মানুষ। এদিন মূলত চা বাগান এলাকার প্রতিমাগুলি নিয়ে বিসর্জনের জন্য গিয়েছিলেন মানুষজন। প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতা নিয়ে। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, কেন বিপর্যয় মোকাবিলা দফতরের কেউ উপস্থিত ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
We hate spam as much as you do