তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েও। সভায় ব্যাপক জমায়েত হল।
শাসনের কলুপাড়ায় বাম-আইএসএফ সভার আগে তৃণমূলের ব্যাপক সন্ত্রাস
10th feb 2023
সেই বারাসাত ২ ব্লক, যেখানে কিছুদিন আগে প্রায় ১২ বছর বাদে সন্ত্রাস ভেদ করে মিছিল হয়, সেখানে আজ সিপিআই(এম) পার্টি সমাবেশের ডাক দেয়। সমাবেশ হবে কলুপাড়ায়। সকালে তৃণমূল দূষ্কৃতীরা পুলিশের উপস্থিতিতে বাম কর্মীদের ওপর বেপরোয়া আক্রমণ হয়। মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয়, মাইক ভেঙে দেয়, কর্মীদের ৩/৪ টি মোটর বাইক ভাঙে। প্রায় ১২ জন আহত হয়। এদের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
কর্মীরা আক্রমণ প্রতিহত করেছে। একদিকে আহতদের হাসপাতালে পাঠানো, থানায় এফ আই আর করা আর অন্যদিকে কয়েকশো কর্মী, সমর্থকদের জড়ো করে আবার মঞ্চ, মাইক বেঁধে সমাবেশের প্রস্তুতি নেওয়া। কর্মীরা জানান এই লড়াই শেষতক জারি থাকবে। হামলাকারী তৃণমূলী দুষ্কৃতিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এই আওয়াজ ওঠে সমাবেশে।
পুলিশের নির্লজ্জ ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। চোয়াল শক্ত সমাবেশে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী, পলাশ দাশ, আত্রেয়ী গুহ, তন্ময় ভট্টাচার্য সহ সিপিআইএম ও আইএসএফ-নেতৃত্ব। সভাপতিত্ব করেন আহমেদ আলি খান।
We hate spam as much as you do