ভাইরাল প্রশ্ন পত্রের সঙ্গে মূল প্রশ্নের মিল রয়েছে কি না? এক পরীক্ষার্থী পরিষ্কার উত্তর দিয়েছেন মিল রয়েছে। সূত্রের খবর, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ১২২, ১২৪,১২১ সহ একাধিক প্রশ্ন ভাইরাল হয়েছে। দুপুর ১টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, গোটা বিষয়টি তারা বুঝতে পেরেছে
আবার ফাঁস! TET-এর প্রশ্নপত্র বেলা ১টায় সোশ্যাল মিডিয়ায়
Dec 24, 2023
টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্ন পত্র। যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। ভাইরাল হওয়া প্রশ্ন পত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। দাবি পরীক্ষার্থীদের একাংশের। যদিও পর্ষদ সভাপতি দাবি করেছেন, এমন কোনও অভিযোগ পাইনি। জানা যাচ্ছে, টেট পরীক্ষা চলাকালীন ফেসবুকে একটি প্রশ্ন পত্র ঘোরাঘুরি করছিল। একটি পেজ যার নাম ‘WB TET SLST SET CTET preparation’ সেই পেজ থেকে পোস্ট করা হয় একটি প্রশ্ন পত্র। এরপর আজ পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাকরি প্রার্থীরা দাবি করছেন টেটের ‘এ’ সেটের মূল প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে ভাইরাল হওয়া ওই প্রশ্নের।
ভাইরাল প্রশ্ন পত্রের সঙ্গে মূল প্রশ্নের মিল রয়েছে কি না? এক পরীক্ষার্থী পরিষ্কার উত্তর দিয়েছেন মিল রয়েছে। সূত্রের খবর, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ১২২, ১২৪,১২১ সহ একাধিক প্রশ্ন ভাইরাল হয়েছে। দুপুর ১টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, গোটা বিষয়টি তারা বুঝতে পেরেছে। তবে তাদের পরিষ্কার বক্তব্য যে সময় প্রশ্নপত্র ভাইরাল হয়েছে, সেই সময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। ফলে তারা উপকৃত হননি। কোনও অসাধু চক্র ইচ্ছাকৃত পর্ষদকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে।
তবে শুধু কলকাতা নয়, হাওড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব জায়গা থেকেই বেরিয়ে পরীক্ষার্থীরা বলছেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। এক পরীক্ষার্থী জানান, “আগের বারও পরীক্ষা দিয়েছিলাম। চাকরি পাইনি। ফালতু। জানি কোনও আশা নেই। এই শেষ বার পরীক্ষা দিলাম আর দেব না।” আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, “যারা পরীক্ষা নিচ্ছেন বা পরীক্ষা নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন এরা পরোক্ষে বা প্রত্যক্ষে দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতিমুক্ত কোনও কিছুই করতে পারে না। এরা ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়।”
We hate spam as much as you do