Tranding

04:42 PM - 01 Dec 2025

Home / Others / সোমবারের বিকেলে ঝড়, বজ্রপাতে রাজ্যে মৃত ২৭ ! ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের

সোমবারের বিকেলে ঝড়, বজ্রপাতে রাজ্যে মৃত ২৭ ! ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের

রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত্যুর হল ২৭ জনের। হুগলিতে ১১ জন এবং মুর্শিদাবাজ জেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছেন। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মারা গিয়েছেন ২ জন এবং নদিয়ায় একজন।

সোমবারের বিকেলে ঝড়, বজ্রপাতে রাজ্যে মৃত ২৭ ! ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের

সোমবারের বিকেলে ঝড়, বজ্রপাতে রাজ্যে মৃত ২৭ ! ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের

রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত্যুর হল ২৭ জনের। হুগলিতে ১১ জন এবং মুর্শিদাবাজ জেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছেন। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মারা গিয়েছেন ২ জন এবং নদিয়ায় একজন। এদিকে, আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির এমনই তাণ্ডব দেখা যাবে। জানা গিয়েছে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। সোমবারের এই ঝড়বৃষ্টির তাণ্ডবে যে বাংলার দক্ষিণ অংশ ভাসবে সেই পূর্বাভাস আগেই ছিল। এবার জানা যাচ্ছে সপ্তাহের শেষে আসছে জোয়ার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু  দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী শোকপ্রকাশ করেন ।

 

 

প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতে যাঁরা নিজের স্বজন হারালেন তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে যান।” তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের বাড়ি যাওয়ার কথা ঘোষণা করেন ।

এদিকে জুন মাসে পর পর ২ বার ভরা কোটাল রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইয়াসের ধাক্কায় বিধ্বস্ত বাংলার বহু এলাকা। অন্যদিকে, প্রাক বর্ষার বৃষ্টিতে এদিন বাজ পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই ঝড় বৃষ্টির সময় ক্ষেতে চাষাবাদে ব্যস্ত ছিলেন। তখনই শুকনো বাজ পড়ে মৃত্যু হয় তাঁদের। এদিকে, জানা গিয়েছে ২৬ জন ফের একবার রাজ্যে ভরা কোটাল আসবে।

 

 

Your Opinion

We hate spam as much as you do