Tranding

12:33 PM - 01 Dec 2025

Home / Other Districts / ক্যানিংয়ে ভোর রাতে আগুন পুড়ে ছাই ১০ টি দোকান , লক্ষাধিক ক্ষতি হাহাকার ব্যবসায়ীদের

ক্যানিংয়ে ভোর রাতে আগুন পুড়ে ছাই ১০ টি দোকান , লক্ষাধিক ক্ষতি হাহাকার ব্যবসায়ীদের

মাতলা ব্রিজ সংলগ্ন ওই এলাকাটি মূলত বাজার এলাকা। সেখানে পরপর দোকান রয়েছে। ঘিঞ্জি এলাকায় প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আশপাশের ব্যাগের দোকান, জুতো ও জামা কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকা-বাড়ি থেকে জল এনে আগুন নেভাতে চেষ্টা করেন।

ক্যানিংয়ে ভোর রাতে আগুন পুড়ে ছাই  ১০ টি দোকান , লক্ষাধিক ক্ষতি হাহাকার ব্যবসায়ীদের

ক্যানিংয়ে ভোর রাতে আগুন পুড়ে ছাই  ১০ টি দোকান , লক্ষাধিক ক্ষতি হাহাকার ব্যবসায়ীদের


Oct 13, 2022 


ক্যানিংয়ে ভোর রাতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ১০ টি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের স্টেডিয়াং সংলগ্ন মাতলা ব্রিজ এলাকায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,  মাতলা ব্রিজ সংলগ্ন ওই এলাকাটি মূলত বাজার এলাকা। সেখানে পরপর দোকান রয়েছে। ঘিঞ্জি এলাকায় প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আশপাশের ব্যাগের দোকান, জুতো ও জামা কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকা-বাড়ি থেকে জল এনে আগুন নেভাতে চেষ্টা করেন।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও ক্যানিং থানার পুলিশ। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ১০টি দোকান রীতিমতো ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে চলে আসেন দোকানের মালিকরাও। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


এক দোকান মালিক বলেন, “আমি যখন খবর পাই ১.৪৫মিনিট। এসে দেখি সব দাউ দাউ করে জ্বলছে। আমি যখন এসেছি, তখনও দমকল আসেনি। তারপর আবারও দমকলকে খবর দিই। নাইট ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁরাই আগুন দেখে খবর দেন।”

 

Your Opinion

We hate spam as much as you do