এই জুট মিলের ড্রইং বিভাগের আট জন শ্রমিককে ম্যানেজমেন্ট বাইরে বের করে দেয়। এঁরা অস্থায়ী শ্রমিক। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এই কারণে কারখানার মধ্যে অশান্তির বাতাবরণের সৃষ্টি হয়। এই অস্থায়ী শ্রমিকদের কাজের দাবিতে একজোট হন সব বিভাগের শ্রমিক। প্রথমে ড্রইং, এরপর অন্যান্য ডিপার্টমেন্টে কাজের গতি থমকে যায়। রবিবার সকালে মর্নিং শিফটে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় ম্যানেজমেন্ট। তারপরই প্রতিবাদ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল,বন্ধ কর্মহীন ৪৫০০ শ্রমিক
গতকাল থেকে ফের বন্ধ আরও এক জুটমিল। একের পর এক মিল বন্ধ। কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। তার ওপর লকডাউন, করোনার জেরে দীর্ঘদিন কাজহারা। অবশেষে মিল খুললেও কিছুদিন কাজের পর বন্ধ হয়ে গেল মিল। অসন্তোষের মুখে পড়ে ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিলের শ্রমিকরা। বন্ধ হয়ে গেল জুটমিল।
উল্লেখ্য, কাজ হারালেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। এই জুট মিলের ড্রইং বিভাগের আট জন শ্রমিককে ম্যানেজমেন্ট বাইরে বের করে দেয়। এঁরা অস্থায়ী শ্রমিক। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এই কারণে কারখানার মধ্যে অশান্তির বাতাবরণের সৃষ্টি হয়। এই অস্থায়ী শ্রমিকদের কাজের দাবিতে একজোট হন সব বিভাগের শ্রমিক। প্রথমে ড্রইং, এরপর অন্যান্য ডিপার্টমেন্টে কাজের গতি থমকে যায়। রবিবার সকালে মর্নিং শিফটে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় ম্যানেজমেন্ট। তারপরই প্রতিবাদ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
এই বিষয়ে জুটমিলের শ্রমিকরা জানান, লোক বেশি হয়ে যাওয়ায় জুটমিলের মালিক ১০ জনকে বসিয়ে দেন। কোনও নোটিস ছাড়াই তাঁদের কাজ ছেড়ে দিতে বলেন। কাজ করতে এলেও তাঁদের বাড়ি ফিরিয়ে দেন। এরপর ডিপার্টমেন্টের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণ প্রতিদিন এভাবে ফিরিয়ে দিতে থাকলে আর সেটার প্রতিবাদ না করলে এমন অন্যায় চলতেই থাকবে। তাই তাঁরা বিক্ষোভের পথে হাঁটলেন বলে জানালেন তিনি। তিনি আরও বলেন, ম্যানেজমেন্ট তাঁদের জানায়, মিল যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, পুরো ফেজে চালু হচ্ছে, ততক্ষণ তাঁরা ড্রইং বিভাগ পুরো চালাতে পারবেন না।
শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির সেক্রেটারি লালবাবু সিং জানান, তাঁদের না জানিয়ে মিলের ড্রইং বিভাগের কয়েকজন শ্রমিককে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। তারপর ধীরে ধীরে বিভিন্ন বিভাগ বন্ধ হতে থাকে। রবিবার সকালে বাইরে নোটিস ঝুলিয়ে দিয়ে পুরো মিলটি বন্ধ করে দেওয়া হয়। এটা অন্যায়। ধিক্কার জানাচ্ছেন ম্যনেজমেন্টের সিদ্ধান্তকে। তাঁরা অভিযোগ জানাবেন বলে জানালেন তিনি।
লালবাবু সিং, শ্রমিক ইউনিয়ন আই এন টি টি ইউ সির সেক্রেটারিলালবাবু সিং, শ্রমিক ইউনিয়ন আই এন টি টি ইউ সির সেক্রেটারি
ভদ্রেশ্বরের শ্রমিকনেতা বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন গৌতম সরকার বলেন ওয়াইন্ডিং ডিপার্টমেন্টে কর্তৃপক্ষ উৎপাদনের জন্য চাপ দেওয়ার জন্য শ্রমিকরা বিক্ষোভে নামেন। তারপর বিক্ষোভ বিভিন্ন বিভাগের শ্রমিকরা অংশগ্রহন করলে সাসপেনশন অফ ওয়ার্কের খাঁড়া নামিয়ে আনা হয়। দিনের পর দিন শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করে আসছে মিল কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে কার্যত দিশাহারা শ্রমিকরা। কোথায় কাজ পাবেন, কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুঃশ্চিন্তায় জুটমিল শ্রমিকরা।
We hate spam as much as you do