Tranding

03:58 PM - 01 Dec 2025

Home / Other Districts / 'ভাইজানে’র মুক্তি চাই' পতাকাহীন নাগরিক’ মিছিলে উত্তাল কলকাতা

'ভাইজানে’র মুক্তি চাই' পতাকাহীন নাগরিক’ মিছিলে উত্তাল কলকাতা

দুদিকে গাড়ি আটকে রেখেছে পুলিশ।যে অংশে মিছিল চলছে, সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শিয়ালদহ ব্রিজের দিক থেকে যে গাড়িগুলি যাচ্ছে, সেগুলি আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে, বেলেঘাটা মেন রোড থেকে আসা গাড়িগুলিও আটকে দেওয়া হয়েছে। মিছিলে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে পুলিশ।

'ভাইজানে’র মুক্তি চাই' পতাকাহীন নাগরিক’ মিছিলে উত্তাল কলকাতা

'ভাইজানে’র মুক্তি চাই' পতাকাহীন নাগরিক’ মিছিলে উত্তাল কলকাতা 
 

Jan 25, 2023 


আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে বুধবার পথে নামলেন সমর্থকেরা। দুপুর ১ টা থেকেই জমায়েত শুরু হয়েছে শিয়ালদহে। তাঁদের দাবি, ১ ফেব্রুয়ারির মধ্যে বিধায়ককে মুক্তি দিতেই হবে। বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছেন বিক্ষোভকারীরা।
কোনও পতাকা বা ঝাণ্ডা নেই, নাগরিক হিসেবে মিছিলে যোগ জমায়েতে আসা এক মহিলা জানান, তিনি কোনও দলের সমর্থক নন,  তিনি নাগরিক হিসেবে মিছিলে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, বিধায়ক কোনও দলের নয়, নওশাদ রাজ্যের একজন বিধায়ক। তাই তাঁর গ্রেফতারি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। আর এক মহিলা বলেন, 'আজ ২৫ জানুয়ার, আজ নাগরিক দিবস। আমরা কোনও ঝাণ্ডা-পতাকা চাই না। আমরা বিধায়কের মুক্তি চাই।' তাঁর দাবি, সরকার বুঝতে পারছে, শাসক দলের পতন শুরু হয়ে গিয়েছে, তাই মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। ‘ভাইজানের মুক্তি চাই’, শান্তিপূর্ণভাবে এগোচ্ছে মিছিল
পুলিশের অনুমতি না থাকলেও মিছিল আটকানো হল না। শান্তিপূর্ণভাবেই শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে এগোচ্ছে মিছিল। শুধুমাত্র আইএসএফের সমর্থকেরা নয়, মিছিলে রয়েছে বাম মনোভাবাপন্ন মানুষ ও অনেক অরাজনৈতিক সংগঠন। কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যাচ্ছে না। হাতে লেখা ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছেন কেউ কেউ। তাঁদের একটাই দাবি, ‘ভাইজানের মুক্তি চাই।’ দায়িত্বে রয়েছেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক

দুদিকে গাড়ি আটকে রেখেছে পুলিশ।যে অংশে মিছিল চলছে, সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শিয়ালদহ ব্রিজের দিক থেকে যে গাড়িগুলি যাচ্ছে, সেগুলি আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে, বেলেঘাটা মেন রোড থেকে আসা গাড়িগুলিও আটকে দেওয়া হয়েছে। মিছিলে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে পুলিশ।

Your Opinion

We hate spam as much as you do