Tranding

02:56 PM - 01 Dec 2025

Home / Other Districts / অধীরের সারারাত অবস্থান বড়ঞায়, কংগ্রেস সভাপতি বিচার চান

অধীরের সারারাত অবস্থান বড়ঞায়, কংগ্রেস সভাপতি বিচার চান

এদিন দুপুরে সেখানকার ব্লক অফিসে ব্যাগ ভর্তি করে বি ফর্ম জমা দিতে এসেছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, গাড়ি থেকে নামার সময় তাঁদের ওপর হামলা চালান তৃণমূল কর্মীরা। তাঁদের থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

অধীরের সারারাত অবস্থান  বড়ঞায়,   কংগ্রেস সভাপতি বিচার চান

অধীরের সারারাত অবস্থান  বড়ঞায়,   কংগ্রেস সভাপতি বিচার চান

Jun 20, 2023 
 

নাছোড়বান্দা অধীর চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাস্তায় বসেছিলেন। রাতভর সেখানেই থাকবেন তিনি।


মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। মঙ্গলবার দুপুরে এই জেলার বড়ঞায় রক্ত ঝরে। অভিযোগ, এদিন ব্লক অফিসে প্রতীক জমা দিতে এসেছিল স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। সেই সময়ে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। তাদের সঙ্গে থাকা দু’টি ব্যাগের মধ্যে একটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করে কংগ্রেস। এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে দাবি হাত শিবিরের।

 

খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুপুরে সেখানকার ব্লক অফিসে ব্যাগ ভর্তি করে বি ফর্ম জমা দিতে এসেছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, গাড়ি থেকে নামার সময় তাঁদের ওপর হামলা চালান তৃণমূল কর্মীরা। তাঁদের থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

এই ঘটনায় এক কংগ্রেস কর্মীর মাথা ফাটে। যদিও তৃণমূলের তরফে এই হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের আরও অভিযোগ, যে সময় এই ঘটনা ঘটে সে সময় ওই ব্লক অফিসের বাইরে অনেক পুলিশকর্মী ছিল। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে। পুলিশ সেখানে ‘নীরব’ দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ।

এক কংগ্রেস কর্মীর কথায়, ‘আমরা বি ফর্ম জমা দিতে এসেছিলাম। আমাদের থেকে সেই ফর্মের ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। গোটা ঘটনা বিডিও, অবজার্ভার ও ওসিকে জানানো হয়েছে। আমাদের দাবি, সেই বি ফর্ম ভর্তি ব্যাগ আমাদের ফিরিয়ে দেওয়া হোক। নয়তো ফের ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘তৃণমূলের গুন্ডাবাহিনী এই ঘটনা ঘটিয়েছে। দোষীদের অবিলম্বে ধরতে হবে। তাদের শাস্তি দিতে হবে।’

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। হিংসার ঘটনায় দু’জনের মৃত্যুও হয়েছে। একজন কংগ্রেস কর্মী ও একজন তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন।

এখানকারই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে জেলে। কংগ্রেসের বক্তব্য, মানুষ যখন ফুঁসছে তখন তৃণমূল পুলিশ ও প্রশাসন দিয়ে কারসাজি করতে চাইছে। অধীর জানিয়েছেন রাস্তার লড়াইয়ের পাশাপাশি আদালতেও যাবেন তাঁরা।

Your Opinion

We hate spam as much as you do