Tranding

02:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি

চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি

সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি সাধন মণ্ডল। সেদিন বন্ধুবান্ধবদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তিন জন দুষ্কৃতী বাইকে করে আসে। তারা বাইকটিকে দূরে দাঁড় করিয়ে রাখে।

চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি

চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা, বিষ্ণুপুরে খুন তৃণমূলের বুথ সভাপতি

Feb 20, 2023 


  দোকানে বসে থাকার সময় একের পর এক গুলি। ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূলের (TMC) বুথ সভাপতি সাধন মণ্ডল। রবিবার সন্ধেয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার দুর্গাবাটি অঞ্চলে।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের দুর্গাবাটির বুথ সভাপতি সাধন মণ্ডল পেশায় দিনমজুর। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়। আততায়ীরা মুখ ঢেকে এসেছিল। গুলি চালিয়েই চম্পট দেয় তারা। খুনের নেপথ্যে কী কারণ, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি সাধন মণ্ডল। সেদিন বন্ধুবান্ধবদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তিন জন দুষ্কৃতী বাইকে করে আসে। তারা বাইকটিকে দূরে দাঁড় করিয়ে রাখে। এরপর চায়ের দোকানে এসে আগ্নেয়াস্ত্র দেখায়। তা দেখে সাধারণ ক্রেতারা ভয়ে পালিয়ে যায়। তখনই সাধন মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ছয় থেকে সাত রাউন্ড গুলি করা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। এক গুলি তাঁর মাথা ফুঁড়ে চলে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। সাধনবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়।


পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do