Tranding

02:33 PM - 01 Dec 2025

Home / World / দীর্ঘদিন অসুস্থতায় প্রয়াত সর্বশেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

দীর্ঘদিন অসুস্থতায় প্রয়াত সর্বশেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব‍্যবস্থার পরিসমাপ্তি  হলে গর্বাচেভ রাশিয়ার প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত হন। ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করেন। এর মাধ্যমেই দ্বি-মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা তথা চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়।

দীর্ঘদিন অসুস্থতায় প্রয়াত সর্বশেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

দীর্ঘদিন অসুস্থতায় প্রয়াত সর্বশেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

৩১ আগস্ট ২০২২


সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তার মৃত্যু হয়।
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ প্রয়াত হয়েছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষের বার্তা দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা হবে। 

এদিকে, গর্বাচেভের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, গর্ভাচেভের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে পুতিন আনুষ্ঠানিকভাবে গর্বাচেভের পরিবারের সদস্যদের কাছে শোকবার্তা পাঠাবেন।


মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন। তিনি পূর্ববর্তী কনস্তান্তিন চেরনেনকোর মৃত্যুর পর ১৯৮৫ সালে ৫৪ বছর বয়সে ক্ষমতায় আসেন। এ সময় তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রধান নেতা নিযুক্ত হন।

 

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব‍্যবস্থার পরিসমাপ্তি  হলে গর্বাচেভ রাশিয়ার প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত হন। ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করেন। এর মাধ্যমেই দ্বি-মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা তথা চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়।


গর্বাচভের ‘পেরেস্ত্রোইকা' বা ‘পুনর্গঠন' কর্মসূচির হাত ধরেই সোভিয়েত রাশিয়াতে সূচিত হয় জাতীয়তাবাদী ধারণার বিস্তার; যার ফলশ্রুতিতে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। এ জন্য বহু রাশিয়ান তাকে ও তার সংস্কারবাদী নীতিকে সোভিয়েত ইউনিয়ন পতনের জন্য দায়ী করেন।


তবে পূর্ব ইউরোপের জাতীয়তাবাদী মানুষের কাছে তাই গর্বাচেভ পরিচিত ত্রাণকর্তা। তার ‘গ্লাসনস্ত’ বা ‘খোলামেলা আলোচনা’ নীতিও ব্যাপক আলোচিত । দুই জার্মানির পুনঃএকত্রীকরণের ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা জার্মানিতে ব্যাপক প্রশংসিত আবার সমালোচিতও।


প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে সামরিক উত্তেজনা কমিয়ে এনেছিলেন গর্বাচেভ। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি।
গর্বাচেভের সময় এইসব সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে সাম্রাজ‍্যবাদ ও ধান্দার পুঁজির আধিপত‍্য বাড়ে। শ্রমিকশ্রেনীর অধিকার কমতে থাকে। বিশ্বজুড়ে উগ্র দক্ষিনপন্থা বা ফ‍্যাসিস্ট মতের প্রভাব বাড়তে থাকে।

Your Opinion

We hate spam as much as you do