Tranding

01:44 PM - 01 Dec 2025

Home / Other Districts / বঙ্গে নিয়োগ দুর্নীতি ! ফুড SI এর প্রশ্নপত্র ফাঁস প্রথম দিনেই। বাতিল হবে পরীক্ষা?

বঙ্গে নিয়োগ দুর্নীতি ! ফুড SI এর প্রশ্নপত্র ফাঁস প্রথম দিনেই। বাতিল হবে পরীক্ষা?

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বহর দেখে হতাশ রাজ্যের বেকার যুবসমাজ। এমন পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি আশার আলো জাগিয়েছিল। মাত্র ৪৮০টি পদের জন্য প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল। মোট ৬ শিফটের এই পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল PSC। পরীক্ষার শিডিউল পরপর থাকায় প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতেও নিষেধাজ্ঞা জারি করেছিল PSC.

বঙ্গে নিয়োগ দুর্নীতি ! ফুড SI এর প্রশ্নপত্র ফাঁস প্রথম দিনেই। বাতিল হবে পরীক্ষা?

বঙ্গে নিয়োগ দুর্নীতি ! ফুড SI এর প্রশ্নপত্র ফাঁস প্রথম দিনেই। বাতিল হবে পরীক্ষা? 
 

March 19, 2024

 
 নিয়োগ দুর্নীতির  নানাবিধ অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই আবহে গত ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর বা SI-র চাকরির পরীক্ষা । আর সেই পরীক্ষাতেও হল ভরপুর দুর্নীতি। পরীক্ষার আগেই পেপার লিক হওয়ার প্রতিবাদে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি।

   
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বহর দেখে হতাশ রাজ্যের বেকার যুবসমাজ। এমন পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি আশার আলো জাগিয়েছিল। মাত্র ৪৮০টি পদের জন্য প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল। মোট ৬ শিফটের এই পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল PSC। পরীক্ষার শিডিউল পরপর থাকায় প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতেও নিষেধাজ্ঞা জারি করেছিল PSC.

এতকিছুর পরেও প্রশ্নপত্র লিক করার অভিযোগে সরগরম রাজ্য। তবে কেবল প্রশ্নপত্রই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে SI পরীক্ষার ‘অ্যানসার কি’। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেঁটে পড়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা বাতিলের অভিযোগ তুলেছেন অনেকেই। নতুন করে পরীক্ষার আয়োজন করারও দাবি তুলছেন পরীক্ষার্থীরা।


যদিও এই বিষয়ে এখনও কোনও অফিশিয়াল বিবৃতি জারি করেনি পাবলিক সার্ভিস কমিশন। সূত্রের খবর, আগামী মঙ্গলবার এবং বুধবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছে পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে নয়া পরীক্ষার আয়োজন করতে হবে। এই এই পরীক্ষা যাতে স্বচ্ছভাবে হয় তার দিকেও পূর্ণ খেয়াল রাখতে হবে।


উল্লেখ্য, চলতি বছর খাদ্য দফতরের ফুড এসআই এর পরীক্ষার জন্য প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করেছিলেন। যেখানে সিট সংখ্যা ছিল ৪৮০। তবুও আশার আলো দেখেছিলেন অনেকেই। তবে এই ঘটনার পর ফের একবার মুষড়ে পড়েছে রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজ। প্রশ্ন উঠছে, স্বচ্ছতা কি এই রাজ্য ত্যাগ করেছে? যোগ্যরা কি কখনোই ন্যায্য অধিকার পাবেনা?

Your Opinion

We hate spam as much as you do