Tranding

02:38 PM - 01 Dec 2025

Home / World / স্পেস স্টেশন গড়ে তুলতে কৃউড মিশন লঞ্চ করবে চীন

স্পেস স্টেশন গড়ে তুলতে কৃউড মিশন লঞ্চ করবে চীন

গানসুর উত্তর - পশ্চিম প্রান্তের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ কেন্দ্র থেকে সেনঝোউ - ১৪ মহাকাশযান বহনকারী একটি লং মার্চ - ২ এফ রকেট সকাল ১০ : ৪৪ এ উৎক্ষেপণ করা হবে। মিশনের নেতৃত্বে রয়েছেন চেন ডং।

স্পেস স্টেশন গড়ে তুলতে কৃউড মিশন লঞ্চ করবে চীন

স্পেস স্টেশন গড়ে তুলতে কৃউড মিশন লঞ্চ করবে চীন


রবিবারে গণপ্রজাতন্ত্রী চীন একটি মহাকাশযান লঞ্চ করতে চলেছে। এই মহাকাশযানে তিনজন মহাকাশচারী থাকবেন যারা অসমাপ্ত চৈনিক স্পেস স্টেশনটির কাজ এগিয়ে নিয়ে যাবেন। তাঁরা ৬ মাস ধরে সেখানে থাকবেন ও কাজ করবেন। 


একটি চৈনিক মহাকাশ এজেন্সীর আধিকারিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে গানসুর উত্তর - পশ্চিম প্রান্তের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ কেন্দ্র থেকে সেনঝোউ - ১৪ মহাকাশযান বহনকারী একটি লং মার্চ - ২ এফ রকেট সকাল ১০ : ৪৪ এ উৎক্ষেপণ করা হবে। মিশনের নেতৃত্বে রয়েছেন চেন ডং। 


এছাড়া রয়েছেন আরও দুই পরিচিত মহাকাশচারী লিউ ইয়াং ও কাই সুঝে। এজেন্সির এক আধিকারিক লিন সিকিয়াং জানিয়েছেন : "এই মিশনের সমস্ত প্রস্তুতি সমাপ্ত। কাল এই মিশন নিঃসন্দেহে সফল হবে।" এখানে উল্লেখযোগ্য, এপ্রিল ২০২১ এ তিয়ানহে লঞ্চ করে চীন তাদের ৩ -  মডিউল স্পেস স্টেশনের নির্মাণ কাজ শুরু করে। 

 

সেনঝোউ - ১৪ হল মোট ১১ টি মিশনের মধ্যে ৭ নম্বর মিশন। অর্থাৎ আর চারটি মিশন সফল হলেই এই বছরের শেষে স্পেস স্টেশন সমাপ্ত হয়ে যাবে।

Your Opinion

We hate spam as much as you do