প্রাথমিক ফলাফল অনুযায়ী অস্ট্রিয়ান কমিউনিস্ট পার্টি রবিবার আল্পাইন দেশের দ্বিতীয় বৃহত্তম শহরে পৌর নির্বাচনে জয়লাভ করেছে।
কমিউনিস্ট পার্টি অস্ট্রিয়ান শহরে পৌর নির্বাচনে জয়ী হল
ইউরোপে বামপন্থার প্রভাব বাড়ার খবর আসছে। রাশিয়া বা জার্মানির সাধারণ নির্বাচনে কমিউনিস্টদের সাফল্য আলোচনার বিষয় হওয়ার পর এল অস্ট্রিয়ার খবর।
প্রাথমিক ফলাফল অনুযায়ী অস্ট্রিয়ান কমিউনিস্ট পার্টি রবিবার আল্পাইন দেশের দ্বিতীয় বৃহত্তম শহরে পৌর নির্বাচনে জয়লাভ করেছে।
কমিউনিস্টরা দক্ষিণের শহর গ্রাজের সিটি কাউন্সিলের নির্বাচনে ২৮.৯% ভোট পেয়েছিল, কেন্দ্র-ডান পিপলস পার্টি পেয়েছে ২৫.৭ %
পিপলস পার্টির সদস্য মেয়র সিগফ্রিড নাগল, যিনি ১৮ বছর ধরে শহরটির নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তার পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কমিউনিস্ট প্রার্থী এলকে কর্হ জয়ী হলেও তাৎক্ষণিকভাবে বলেননি যে তিনি মেয়র পদ চাইবেন কিনা। তবে অস্ট্রিয়ায় কমিউনিষ্টদের এই জয় নীতির জয় বলে উল্লেখ করা হয়।
We hate spam as much as you do