Tranding

06:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / একাধিক দাবিতে আদিবাসী ধর্মঘটে রেল পরিষেবা বিপর্যস্ত

একাধিক দাবিতে আদিবাসী ধর্মঘটে রেল পরিষেবা বিপর্যস্ত

সারি এবং সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দিতে হবে। এছাড়াও আরও ছয়টি দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে আদিবাসী সংগঠনের তরফ থেকে। যদিও চলতি মাসেই সারি আর সারনা ধর্মকে মান্যতা দিতে পারে রাজ্য

একাধিক দাবিতে আদিবাসী ধর্মঘটে রেল পরিষেবা বিপর্যস্ত

একাধিক দাবিতে আদিবাসী ধর্মঘটে রেল পরিষেবা বিপর্যস্ত 

 February 12, 2023, 


গতকাল সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া সহ একাধিক দাবিতে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়।  আর এই কর্মসূচি অনুযায়ী উত্তর থেকে দক্ষিণের একাধিক স্টেশনে রেল অবরোধ আদিবাসী  মানুষদের।


সকাল থেকে মালদহ থেকে পুরুলিয়া সহ একাধিক স্টেশনে এই ধর্মঘট চলে। যার জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। এমনকি বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। 


গতকাল  সকাল ছয়টা থেকে আদিবাসীদের এই অবরোধ শুরু হয়েছিল। মালদার আদিনা স্টেশন, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা সহ একাধিক স্টেশনে আদিবাসীদের এই অবরোধ শুরু হয়েছে। এমনকি জঙ্গলমহল,আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এছাড়াও আরও বেশ কয়েকটি স্টেশনে অবরোধ চলে । এই অবরোধের প্রভাব রেলের উপর পড়তে শুরু করে।


সকাল থেকে এই অবরোধের জেরে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয় । । এছাড়াও কয়েকটি ট্রেনকে ঘুরপথে পরিচালনা করা হয় বলে জানানো হয়।  অন্যদিকে আদিবাসীদের আন্দোলনের জেরে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে প্রায় আটটি ট্রেন বাতিল এবং চারটি ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেয় রেল।  মালদহে স্টেশনে অবরোধের জেরে আটকে পড়তে পারে ট্রেনটি। শুধু তাই নয়, অবরোধের জেরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে থাকে বহু ট্রেন।


বলে রাখা প্রয়োজন, সারি এবং সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দিতে হবে। এছাড়াও আরও ছয়টি দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে আদিবাসী সংগঠনের তরফ থেকে। যদিও চলতি মাসেই সারি আর সারনা ধর্মকে মান্যতা দিতে পারে রাজ্য। এই সংক্রান্ত একটি প্রস্তাব আনা হতে পারে। আর তার আগেই এই অবরোধ কর্মসূচি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল। 

Your Opinion

We hate spam as much as you do