Tranding

05:05 PM - 01 Dec 2025

Home / Other Districts / পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI তল্লাশি , উঃ ২৪ পরগনার ১২ টিতে

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI তল্লাশি , উঃ ২৪ পরগনার ১২ টিতে

ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। এছাড়াও কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, উত্তর দমদম পুরসভায় সিবিআই যাচ্ছে বলে সূত্রের খবর।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI তল্লাশি , উঃ ২৪ পরগনার ১২ টিতে

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI তল্লাশি , উঃ ২৪ পরগনার ১২ টিতে


 07 Jun 2023  


পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি।
উত্তর ২৪ পরগনা জেলারই ১২টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে হুগলির চুঁচুড়ায়।

সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি। অয়ন শীলের বাড়িতে সিবিআই তল্লাশি। ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে সিবিআই। যা যা পরীক্ষা হয়েছে তার খোঁজও নিচ্ছে, বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদের তালিকা সংগ্রহ করবে CBI.


অয়ন শীলের সংস্থা কীভাবে টেন্ডার পায়, কীভাবে নিয়োগ, সব নথির খোঁজে। পুর আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। ১৪টি জায়গায় পৌঁছেছে সিবিআই টিম। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়েছে ৫ টি সিবিআই দল। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক পুরসভায় সিবিআই তল্লাশি। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরায়ন ভবনেও কেন্দ্রীয় এজেন্সির হানা। 


অয়ন শীলের ফ্ল্যাট এবং সংস্থা দুটি জায়গাতেই তল্লাশি। অফিস তালাবন্ধ ছিল, সিবিআই টিমের একজন একটি চিঠি নিয়ে স্থানীয় থানায় যান তল্লাশির আগে কারণ বাড়িটি সিল করা ছিল। অন্য টিম অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে


শান্তিপুর
সকাল ১১টায় শান্তিপুর পুরসভায় যান সিবিআই আধিকারিকরা। পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন। পুর আধিকারিকদের সঙ্গে কথা শুরু হয়েছে। সিবিআইয়ের দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় যা যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। পুরসভার অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।



ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। এছাড়াও কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, উত্তর দমদম পুরসভায় সিবিআই যাচ্ছে বলে সূত্রের খবর।


FIR করার পরে এটাই প্রথম সিবিআই তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে। কতজনকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে। কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল সেটা কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন সবই খুঁজে দেখছেন সিবিআই আধিকারিকরা।

Your Opinion

We hate spam as much as you do