প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২ টি দেশ। আলবেনিয়া,কঙ্গো, ক্যামেরুন,ইথিওপিয়া, গুয়াতেমালার মত গুরুত্বহীন ১২ টি ছোট দেশ ভোট দানে বিরত থেকেছে।
প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভারতের সমর্থন প্রস্তাব বিপুল ভোটে পাশ রাষ্ট্রপুঞ্জে,
১২ সেপ্টেম্বর ২০২৫
রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিল ভারত। শুক্রবার সকালে ১৯৩ সদস্যের সাধারণ সভা (জেনারেল অ্যাসেম্বলি)-য় মোট ১৪২টি দেশ ওই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। গৃহীত প্রস্তাবে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের মধ্য দীর্ঘ সংঘাতের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়েছে।
ইজ়রায়েল-সহ ১০টি দেশ শুক্রবার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। তবে এই শান্তি-উদ্যোগের মূল অভিমুখ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েস্ট ব্যাঙ্কের স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়া। কারণ, দেড় দশক আগে রক্তাক্ত গৃহযুদ্ধের বিনিময়ে গাজ়া ভূখণ্ডের দখল নেওয়া হামাসকে সরাসরি ‘নিউ ইয়র্ক ঘোষণাপত্রে’র বাইরে রাখার কথা বলা হয়েছে। তবে রাষ্ট্রপুঞ্জের এই উদ্যোগে আদৌ প্যালেস্টাইনি ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার হত্যাকাণ্ডে ইতি টানতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে কূটনৈতিক মহলে। কারণ, বৃহস্পতিবারই নেতানিয়াহু ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়ে বলেছিলেন, ‘‘প্যালেস্টাইন নামে আর কোনও রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না।’’
তথ্য-পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ইজ়রায়েলের বিরুদ্ধে ১৫৪টি প্রস্তাব গ্রহণ করেছে। তাতে প্যালেস্টাইনের প্রতি ইজ়রায়েলের নীতির তেমন বদল হয়নি। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সে দেশের সেনা ২০২২ সালের ৭ অক্টোবরের পর থেকে যে বিরামহীন আক্রমণ চালাচ্ছে, তাতে গাজ়ার অন্তত ৬০ হাজার প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। দীর্ঘ অনাহার ও অপুষ্টিতে নারী, শিশু-সহ লক্ষাধিক মানুষ কার্যত মৃত্যুর মুখে। এই আবহে রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাবে গাজ়াকে পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলা হয়েছে।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২ টি দেশ। আলবেনিয়া,কঙ্গো, ক্যামেরুন,ইথিওপিয়া, গুয়াতেমালার মত গুরুত্বহীন ১২ টি ছোট দেশ ভোট দানে বিরত থেকেছে।
স্বাভাবিক ভাবেই এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইজরায়েল এবং গাজায় চলতে থাকা বর্ব্বর গণহত্যালীলায় তার সহযোগী আমেরিকা। এই দুই দেশের পোঁ ধরে এই প্রস্তাবের বিরোধিতা করেছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নায়ৌরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গো - হাতে গোনা মাত্র এই আটটি রাষ্ট্র, যাদের মধ্যে বেশিরভাগই ঋণ ভারে জর্জ্জরিত, একেবারেই গুরুত্বহীন দেশ, যারা আদতে নামকাওয়াস্তেই দেশ।
ঠিক যেদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সদম্ভে জানালেন 'বিশ্বে আর কোনো দিনই প্যালেস্তাইন নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না'; তার অব্যবহিত পরের দিনই এই প্রস্তাবটি পাশ হল।
We hate spam as much as you do