রজত বন্দ্যোপাধ্যায় বলেন,"সাম্প্রদায়িক ফ্যাসিবাদ কে প্রতিহত করতে মঞ্চের উদ্দেশ্য শুধু সাংস্কৃতিক সভা কিম্বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের কথা মানুষের গভীর অব্ধি পৌঁছে দিতে অনেক অনেক বেশী করে পারস্পারিক কথা-বলাবলির উপর জোর দিতে হবে। গ্রামাঞ্চলে পৌঁছে যেতে হবে,সমস্ত পেশার মানুষের কথা সাংস্কৃতিক সংগঠকদের শুনতে হবে।"
নটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের ডাকে সাংস্কৃতিক কনভেনশন
03 এপ্রিল 2023
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ - পশ্চিমবঙ্গ, ভারতীয় গণসংস্কৃতি সংঘ ,প্রগতি লেখক সংঘ, ভারতীয় লোকসংস্কৃতি সংসদ, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ,পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ,জনবাদী লেখক সংঘ,পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সহ মোট নয়টি বামপন্থী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের আহ্বানে ১লা এপ্রিল বিকেলে বারাসাতে সাংস্কৃতিক কনভেনশন অনুষ্ঠিত হয় সুভাষ ইন্সটিটিউট হলে।
এদিনের এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা সম্পাদক অশোক কর, প্রগতি লেখক সংঘের রাজ্য সভাপতি অমলেন্দু দেবনাথ ও গণনাট্য সংঘের জেলা সভাপতি অসীম বন্দ্যোপাধ্যায় কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। শোক প্রস্তাব উত্থাপন করেন অমলেন্দু দেবনাথ। ফ্যাসিবাদ,আগ্রাসী সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে সমস্তস্তরের সাংস্কৃতিক আন্দোলন-কে একত্রিত করবার দাবীতে এদিন কনভেনশনের মুখ্য প্রস্তাব পেশ করেন এই নয়টি সংগঠন নিয়ে গঠিত উত্তর ২৪ পরগনা সাহিত্য সংস্কৃতি মঞ্চের অন্যতম আহ্বায়ক অশোক কর। প্রস্তাবিত রিপোর্টের উপর আলোচনা করেন গণনাট্য সংঘের আশীষ চট্টোপাধ্যায়,প্রগতি লেখক সংঘের রণদেব দাশগুপ্ত,গণসংস্কৃতি সংঘের তাপস মৈত্র,গণসংস্কৃতি পরিষদের বাবুনি মজুমদার,আদিবাসী অধিকার মঞ্চের রবীন মাহাতো সহ ভারতীয় লোকসংস্কৃতি সংসদের প্রতিনিধিরা। এছাড়া এদিন সঙ্গীত পরিবেশন করেন প্রভাষ দত্ত,সীমা ভট্টাচার্য, ভারতীয় গণসংস্কৃতি সংঘের স্কোয়াড প্রমুখ। আবৃত্তি করেন পার্থ গাঙ্গুলি।
এদিনের আলোচনায় মুখ্য অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়,ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চ্যাটার্জি,বিশিষ্ট লেখক কপিলকৃষ্ণ ঠাকুর,বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।
রজত বন্দ্যোপাধ্যায় বলেন,"সাম্প্রদায়িক ফ্যাসিবাদ কে প্রতিহত করতে মঞ্চের উদ্দেশ্য শুধু সাংস্কৃতিক সভা কিম্বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের কথা মানুষের গভীর অব্ধি পৌঁছে দিতে অনেক অনেক বেশী করে পারস্পারিক কথা-বলাবলির উপর জোর দিতে হবে। গ্রামাঞ্চলে পৌঁছে যেতে হবে,সমস্ত পেশার মানুষের কথা সাংস্কৃতিক সংগঠকদের শুনতে হবে।" এছাড়া বলবার সময় শুভপ্রসাদ নন্দী মজুমদার সাম্প্রতিক কালে নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় দিল্লীর মুখ্যমন্ত্রীর উপর যে জরিমানা, কোপ পড়েছে কিম্বা রাজনৈতিক নেতৃত্বের সাংসদ পদ চলে যাওয়ার মতো আগ্রাসনগুলিকে বিশ্লেষণ করেন। এগুলো চিহ্নিত করে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি ও দিব্যেন্দু চ্যাটার্জি। এছাড়া বিশিষ্ট লেখক শ্রী কপিলকৃষ্ণ ঠাকুর বলবার সময় বারবার উল্লেখ করেন সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তার কথা,সাংস্কৃতিক মূল্যবোধ ফেরাতে বিশেষত পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে যাওয়ার আর্জি রাখেন সভায়।
সভার মধ্যেই আদিবাসী অধিকার মঞ্চের সাংস্কৃতিক সাথীরা তাদের নিশান হাতে মুষ্টিবদ্ধ হয়ে প্রবেশ করার দৃশ্য দেখে সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। অশোক কর আগামী দিনে এই উদ্যোগে লিটল ম্যাগাজিন ও গ্রুপ থিয়েটার-দের অংশ নিতে আহ্বান জানান। এই কনভেনশনের মধ্য দিয়ে আগামীতে 'উত্তর ২৪ পরগনা সাহিত্য সংস্কৃতি মঞ্চ' কে শক্তিশালী করার আহ্বানে আহুত প্রস্তাব সর্বসম্মতিতে পাশ হয়।
We hate spam as much as you do