রাতের পর এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকায়। পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
জয়নগরে ছাত্রী ধর্ষণ- খুনের অভিযোগে পুলিশ ফাঁড়িতে আগুন, পুলিশের লাঠিচার্জ
5th October 2024
টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকা।
পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ফাঁড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুনও। এমকী পুলিশকে ঝাঁটাপেটাও করেন গ্রামবাসীদের একাংশ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর।
গ্রামবাসীদের অভিযোগ, মেয়েটি মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। নির্দিষ্ট সময়ের পরও মেয়ে বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজখবরের পর পুলিশের কাছে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। অভিযোগ, প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। রাতে বাড়ির পাশের খাল থেকে ছাত্রীর দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন জনতা।
রাতের পর এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকায়। পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, পুলিশ যদি পরিবারের অভিযোগকে প্রথমেই গুরুত্ব দিয়ে দেখত তা হলে হয়তো মেয়েটিকে এভাবে খুন হতে হত না।
We hate spam as much as you do