পরিবারতন্ত্র শ্রীলংকাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এক পাউন্ড পাউরুটির দাম এখন ৫০০ টাকা! রাষ্ট্রপতির তিন দাদাই মন্ত্রীসভার সদস্য। তাঁর ভাইপোও ক্রীড়াবিভাগের ক্যাবিনেট মন্ত্রী। স্বাধীনতার পর এইরকম অর্থনৈতিক সংকট দ্বীপরাষ্ট্রটিতে দেখা যায়নি। গোটা দেশ স্তব্ধ, সমস্ত জায়গায় ডিজেলের হাহাকার, বিদ্যুতের হাহাকার। সরকারি হাসপাতালগুলিতে ওষুধের সংকটে সার্জারি বন্ধ হয়ে গেছে।
বিরোধী দল এসজেবি সরকার গড়তে পারে বলে জল্পনা, তুঙ্গে তরজা
সালটা ২০২০। তখন শ্রীলংকার দেনা ৫১০০ কোটি ডলার। ঋণের জালে বাজে ভাবে জড়িয়ে পড়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র, অর্থনৈতিক পরিভাষায় যাকে বলা হয় 'ডেবট - ট্র্যাপ'। এর থেকে বেরিয়ে আসতে সমস্ত ধরণের আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। অন্ন, বস্ত্র, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দেয় ও 'সাপ্লাই - ডিমান্ড' হেরফেরের কারণে লাগামছাড়া মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে হয় জনসাধারণকে। এই বছর অর্থনৈতিক সংকট চরম সীমায় পৌঁছে যায়। যার ফলে রাজাপক্ষ সরকার গণবিক্ষোভের মুখে। আর হবে নাই বা কেন?
পরিবারতন্ত্র শ্রীলংকাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এক পাউন্ড পাউরুটির দাম এখন ৫০০ টাকা! রাষ্ট্রপতির তিন দাদাই মন্ত্রীসভার সদস্য। তাঁর ভাইপোও ক্রীড়াবিভাগের ক্যাবিনেট মন্ত্রী। স্বাধীনতার পর এইরকম অর্থনৈতিক সংকট দ্বীপরাষ্ট্রটিতে দেখা যায়নি। গোটা দেশ স্তব্ধ, সমস্ত জায়গায় ডিজেলের হাহাকার, বিদ্যুতের হাহাকার। সরকারি হাসপাতালগুলিতে ওষুধের সংকটে সার্জারি বন্ধ হয়ে গেছে।
রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষে। আর এই ডামাডোলের মধ্যে বিরোধী দল এসজেবির মুখ্য সচেতক লক্ষণ কিরিয়ালা দাবি করেছেন যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তাঁরাই সরকার গঠন করবেন। ইতিমধ্যেই রাজাপক্ষ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। আগামী সপ্তাহে তা নিয়ে ভোট ।
১১৩ জনের সমর্থন পেলেই এসজেবির কেল্লা ফতে। তবে কিভাবে তা সম্ভব হবে তা খোলসা করেননি লক্ষণ কিরিয়ালা। তবে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে তাঁরা ইম্পিচমেন্ট প্রস্তাব আনবেন, তা স্পষ্ট। এসজেবি কী ক্ষমতায় আসতে পারবে না কী রাজাপক্ষ টিকে থাকবেন? আগামী কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।
We hate spam as much as you do