Tranding

07:33 PM - 01 Dec 2025

Home / World / আসাদ শাসনের অবসানের ঘোষণা সিরিয়ার বিদ্রোহী হাদি আল বাহরার

আসাদ শাসনের অবসানের ঘোষণা সিরিয়ার বিদ্রোহী হাদি আল বাহরার

এদিকে, হাজার হাজার মানুষ গাড়ি ও পায়ে হাঁটতে হাঁটতে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয় এবং "স্বাধীনতা" স্লোগান দিতে থাকে। সিরিয়ার প্রধান বিরোধী নেতা হাদি আল-বাহরা জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, দামেস্ক এখন 'বাশার আল-আসাদ মুক্ত'। বিদ্রোহীরা দাবি করে যে, আসাদ দামেস্ক ছেড়ে চলে গেছেন, তবে তাঁর অবস্থান এখনও অজানা।

আসাদ শাসনের অবসানের ঘোষণা সিরিয়ার বিদ্রোহী হাদি আল বাহরার

আসাদ শাসনের অবসানের ঘোষণা সিরিয়ার বিদ্রোহী হাদি আল বাহরার

 ০৯ ডিসেম্বর ২০২৪

আজ রবিবার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয়ান বিদ্রোহী বাহিনী ঘোষণা করেছে যে, বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর বিদ্রোহী বাহিনীর বিজয়ের পর দামেস্কে ব্যাপক উদযাপন শুরু হয়।

 
এদিকে, হাজার হাজার মানুষ গাড়ি ও পায়ে হাঁটতে হাঁটতে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয় এবং "স্বাধীনতা" স্লোগান দিতে থাকে। সিরিয়ার প্রধান বিরোধী নেতা হাদি আল-বাহরা জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, দামেস্ক এখন 'বাশার আল-আসাদ মুক্ত'। বিদ্রোহীরা দাবি করে যে, আসাদ দামেস্ক ছেড়ে চলে গেছেন, তবে তাঁর অবস্থান এখনও অজানা।

 
প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি জানিয়েছেন, তিনি সিরিয়ার জনগণের নির্বাচিত নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় ২০১১ সালে, যখন সিরিয়ার শাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এরপর দ্রুত তা একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয়, যা আন্তর্জাতিক শক্তিগুলির মধ্যে টানাপোড়েন সৃষ্টি করে। এ যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায় এবং কোটি কোটি মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

 

বিরোধী বাহিনী দামেস্কে প্রবেশের আগে আলেপ্পো, হামা এবং হোমস শহরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহীরা পাঁচ দশক ধরে চলা বাহাত শাসনের অবসান ঘটিয়ে দামেস্ক দখল করার দাবি জানিয়েছে। 

 

Your Opinion

We hate spam as much as you do