বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন প্রশ্ন করেন কোথা থেকে এই কল-রেকর্ডিং পুলিশের কাছে এলো, আর কি ভাবেই তা তৃণমূল নেতা কুণাল ঘোষেরা কাছেই বা গেলো? আদালতের এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি রাজ্য।
আদালতে জামিন পেলেন কলতান দাশগুপ্ত, পেলেন রক্ষাকবচও
Sep 19, 2024
গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন। সেখানে কলতানের গলা শোনা যায় বলে অভিযোগ ওঠে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলতানকে গ্রেফতার করে পুলিশ।
অডিয়ো ক্লিপ মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। গত শনিবার তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন ওঠে। কন্ঠস্বর আদৌ কলতানের কি না, তা কীভাবে প্রমাণিত হল, সেই প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। এবার সেই মামলায় বাম নেতাকে জামিন দিল আদালত।
ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত’র গ্রেপ্তারি মামলায় বৃহস্পতিবার ফের আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। বুধবারের পর এদিনও ছিল মামলার শুনানি।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন প্রশ্ন করেন কোথা থেকে এই কল-রেকর্ডিং পুলিশের কাছে এলো, আর কি ভাবেই তা তৃণমূল নেতা কুণাল ঘোষেরা কাছেই বা গেলো? আদালতের এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি রাজ্য।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ধৃত সঞ্জীবের কথার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে।
কলতান দাশগুপ্তের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘কলতানকে কোথাও কোন হামলার নির্দেশ দিতে শোনা যায়নি।’’
গতকাল বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন কোন ভয়েস টেস্ট না করেই গ্রেপ্তার করা হয়েছে কলতানকে।
দুই পক্ষের কথা শোনার পর আদালত কলতানের নিঃশর্ত জামিন ঘোষনা করল।
We hate spam as much as you do