Tranding

03:30 PM - 01 Dec 2025

Home / Others / মতাদর্শের পাঠশালা, রাজ্যের বিভিন্ন যায়গায় মার্কসীয় বুকস্টল খুলল সিপিআইএম এর পক্ষ থেকে।

মতাদর্শের পাঠশালা, রাজ্যের বিভিন্ন যায়গায় মার্কসীয় বুকস্টল খুলল সিপিআইএম এর পক্ষ থেকে।

বাম কর্মী সমর্থকদের মতে, পুজোর সময় এই বুকস্টলটাই হয়ে উঠবে মিলন ক্ষেত্র। বামেদের শীর্ষ নেতারাও পুজোর সময় এই বুকস্টলে আড্ডা মারতে আসবেন বলে জানান এক সিপিআইএম নেতা।

মতাদর্শের পাঠশালা, রাজ্যের বিভিন্ন যায়গায় মার্কসীয় বুকস্টল খুলল সিপিআইএম এর পক্ষ থেকে।

মতাদর্শের পাঠশালা, রাজ্যের বিভিন্ন যায়গায় মার্কসীয় বুকস্টল খুলল সিপিআইএম এর পক্ষ থেকে। 

বাঙালির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বই পড়ার অভ্যাস। পুজোবার্ষিকী থেকে শুরু করে নতুন লেখকের লেখা বই সবেতেই আগ্রহ বাঙালির। দীর্ঘ সাড়ে তিন দশকের বাম শাসনের ফলে বাংলার আর্থ-সামাজিক জীবন বামপন্থার একটি বিশেষ প্রভাব রয়েছে। বাম দলগুলির নির্বাচনী রাজনীতিতে ফলাফল খারাপ হতে পারে কিন্তু তাদের ভূমিকা পুজোর সময়েও পাল্টায়নি। বিভিন্ন পুজোর সামনে এবারেও রয়েছে বামেদের মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র। এই বুকস্টল গুলিও জীবনের এক পাঠশালা বলছিলেন এক বাম সমর্থক। 

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলকাতার বুকস্টল উদ্বোধন করেন। 

পুজোর সময়ে নতুন জামা কাপড় পড়ে এই বুকস্টলে এসে আড্ডার পর আড্ডা জমায় প্রচুর মানুষ। শুধু রাজনীতির আলোচনা নয় গান, কবিতা , সিনেমা সবকিছুই উঠে আসে আড্ডায়। 

পুজোর সময়  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই বুকস্টল। তবে অন্যান্য বছরের মতো এবছর বামেদের বুকস্টলের অন্যতম আকর্ষণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কোনও বই প্রকাশিত হয়নি নতুন করে। 
এবছর উত্তর ২৪ পরগনার নিমতায় বই বিপনী উদ্বোধন করেন সিপিআইএম নেতা পলাশ দাশ। 
বাম কর্মী সমর্থকদের মতে, পুজোর সময় এই বুকস্টলটাই হয়ে উঠবে মিলন ক্ষেত্র। বামেদের শীর্ষ নেতারাও পুজোর সময় এই বুকস্টলে আড্ডা মারতে আসবেন বলে জানান এক সিপিআইএম নেতা। 

 

Your Opinion

We hate spam as much as you do