দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আমরা কোনও সময়ে নামি, কোনও সময়ে নামি না যাঁরা বলছেন, সেটা ঠিক নয়। যে কোনও ক্ষেত্রে সংখ্যালঘুদের পাশে বরাবর থাকি। আমরা মনে করি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে হবে গণতন্ত্র ও মানবতার জন্য। এটা শুধু ধর্মের বিষয় নয়। সেই মনোভাব থেকে আমাদের দল সংগঠিত ভাবে কয়েক মাস ধরেই বাংলাদেশের ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করে বলে এলেছে। মৌলবাদী কার্যকলাপ যা হচ্ছে, বেঠিক হচ্ছে।’’
বাংলাদেশ-প্রশ্নে গতকাল ও আজ রাজ্যজুড়ে পথে নামছে CPI(M)
১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে এবং সে দেশে সব ধরনের মানুষের অধিকারের সুরক্ষার দাবিতে গতকাল সহ আজ পথে নামছে সিপিআইএম ও তাদের গণ-সংগঠন। কলকাতা ও একাধিক জেলায় গতকাল শনিবার ও আজ, রবিবার বেশ কিছু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
যেকোনো দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বামপন্থীরা তার প্রতিবাদ করে। তা সে প্যালেস্টাইন হোক বা বাংলাদেশ।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আমরা কোনও সময়ে নামি, কোনও সময়ে নামি না যাঁরা বলছেন, সেটা ঠিক নয়। যে কোনও ক্ষেত্রে সংখ্যালঘুদের পাশে বরাবর থাকি। আমরা মনে করি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে হবে গণতন্ত্র ও মানবতার জন্য। এটা শুধু ধর্মের বিষয় নয়। সেই মনোভাব থেকে আমাদের দল সংগঠিত ভাবে কয়েক মাস ধরেই বাংলাদেশের ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করে বলে এলেছে। মৌলবাদী কার্যকলাপ যা হচ্ছে, বেঠিক হচ্ছে।’’ সিপিআইএম সূত্রের খবর, বাংলাদেশ প্রশ্নে কলকাতায় শান্তি মিছিল করবে দলের ছাত্র ও যুব সংগঠন। নৈহাটি, দমদম, বারাকপুর থেকে যাদবপুর-সহ নানা জায়গায় গতকাল ও আজ কর্মসূচি নেওয়া হয়েছে ছাত্র ও যুবদের ডাকে। মুকুন্দপুর এলাকায় মিছিলে ছিলেন সুজন চক্রবর্তী নিজে ।
We hate spam as much as you do