বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৮ হাজার ১৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৯১২। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৩ জনের।
বাংলায় আবার করোনা আক্রান্ত বাড়ছে, কলকাতায় মৃত্যু কম, বাড়ল জেলাগুলিতে
পরপর চারদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে। তবে মঙ্গলবারের তুলনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৬, বুধবার তা বেড়ে হয়েছে হয়েছে ৮৮৪। এদিন মৃত্যু সংখ্যা কমে হয়েছে ২৮। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৮.১৯%। মঙ্গলবার যা ছিল ৯৮.১৬%। এদিন পজিটিভিটি রেট সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৮৯%।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৮ হাজার ১৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৯১২। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৩ জনের।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩১ (৪৯), কোচবিহারে ২৬ (৩৩) , দার্জিলিং ৩৯ ( ৫২), কালিম্পং ৫ (৩) , জলপাইগুড়ি ৪৬ (২৭), উত্তর দিনাজপুরে ১০ (১৪), দক্ষিণ দিনাজপুরে ২০( ১৫), মালদহ ৩৬ (৩৮), মুর্শিদাবাদ ২৯ (২৭), নদিয়া ৭৯ (২২), বীরভূম ৩১ (২৫), পুরুলিয়া ২১ (৯), বাঁকুড়ায় ৩৯ (২৫), ঝাড়গ্রাম ৮ (৪), পশ্চিম মেদিনীপুর ৩২ (৩১), পূর্ব মেদিনীপুর ২৪ (৫), পূর্ব বর্ধমান ২৭ (১৪), পশ্চিম বর্ধমান ৩০(৩৪), হাওড়া ৩৪ (১৭), হুগলিতে ৪৪ (৩৬), উত্তর ২৪ পরগনায় ১৩২ (৯৪), দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ (৫৪) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৩২), দুনম্বরে নদিয়া (৭৯), তিন নম্বর জলপাইগুড়ি (৪৬)
এদিন ১০ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ১, দার্জিলিং-এ ৩, জলপাইগুড়ি-তে ৪, দক্ষিণ দিনাজপুরে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। কালিম্পং, উত্তর দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদে ৩, পশ্চিম মেদিনীপুরে ২, পূর্ব বর্ধমানে ১, পশ্চিম বর্ধমানে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ৪ এবং হুগলি ও উত্তর ২৪ পরগনায় একজন করে রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় কোনও মৃত্যুর খবর নেই। এদিন নদিয়ায় আটজন বাড়তি কোনও অ্যাকটিভ রোগী যুক্ত হয়েছেন তালিকায়।
আগের দিনের থেকে টেস্ট বেড়েছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৪৬,৮৩৬ টি। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ৩৯,৩৪৭ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৩৭:৬৩। পজিটিভিটি রেট ১.৮৯.৩৪%। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ১.৮৭%।
We hate spam as much as you do