Tranding

07:20 PM - 01 Dec 2025

Home / Opinion / জলাভূমি রক্ষার প্রতিবাদী মিছিল, অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে বহরমপুর পুলিশের, গ্রেপ্তারের বিরুদ্ধে

জলাভূমি রক্ষার প্রতিবাদী মিছিল, অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে বহরমপুর পুলিশের, গ্রেপ্তারের বিরুদ্ধে

বিগত ৪ বছরে বহরমপুর শহর এবং তার পাশ্ববর্তী অঞ্চলে ৪০ টি পুকুর ভরাট হয়েছে। প্রতিবাদ সংগঠিত করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জলাভূমি রক্ষা কমিটি। কিন্তু বাঁচানো যাচ্ছে না জলাভূমি, লুট হয়ে যাচ্ছে সব। এই পরিপ্রেক্ষিতেই ছিল গতকালের ঘোষিত অনশন কর্মসূচী।

জলাভূমি রক্ষার প্রতিবাদী মিছিল,  অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে   বহরমপুর পুলিশের, গ্রেপ্তারের বিরুদ্ধে

জলাভূমি রক্ষার প্রতিবাদী মিছিল,  অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে   বহরমপুর পুলিশের, গ্রেপ্তারের বিরুদ্ধে 
 


বহরমপুর জলাভূমি রক্ষা কমিটির পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিভিন্ন জনবিজ্ঞান সংগঠন 

 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নেতৃত্বে ১২ টি সংগঠন নিয়ে গঠিত বহরমপুরের জলাভূমি রক্ষা কমিটির " জলাভূমি বাঁচাও " শ্লোগানে গতকাল বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু হয় সকাল ১০ টায়।  পুলিশ প্রশাসন,  বলে - অনশন কর্মসূচী প্রত্যাহার করতে হবে। পরিবেশ আন্দোলনের নেতৃত্ব স্বাভাবিকভাবেই প্রতিবাদ করে এই দাবির বিরুদ্ধে । এই সময় বিরাট বাহিনী নিয়ে হাজির হয় মহকুমা শাসক, একই কথা বলতে  থাকে। অনশনরত জলাভূমি রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা পাল্টা প্রতিবাদ জানাতে থাকে। 
 পুলিশ  জলাভূমি রক্ষা কমিটির ২৬ জন সদস্যকে গ্রেপ্তার করে   পুলিশ ভ্যানে তোলে। 

 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে, মুর্শিদাবাদ জেলা সম্পাদক সজল বিশ্বাস, জেলা সভাপতি তপন সামন্ত, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপিকা শুক্লা মন্ডল, প্রধান শিক্ষিকা শিল্পী সেন, সুবর্ণা নাথ, সুৃমন সেন, শৌভিক ঘোষ, সুদীপ্ত সরকার, বহরমপুর বিজ্ঞান কেন্দ্রের দেবারতী দাস গ্রেপ্তার হন। এদের বেশিরভাগই সনামধন্য শিক্ষক- শিক্ষয়িত্রী।

 

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায়,বেশ ভালো সংখ্যার পরিবেশ কমীরা থানার সামনে জমায়েত হয়ে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। 

 

বেলা ১২.৩০ মি ২৬ জন পরিবেশ কমীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই অবস্থাতেই থানায় তারা শ্লোগান দিতে থাকে। বিকেল ৫.৩০ মি. এ তাদের কাগজে সই করিয়ে ছেড়ে দেওয়া হয়। 
জলাভূমি রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা শ্লোগান দিতে দিতে মিছিল সংগঠিত করে, স্টুডেন্ট হেলথ হোম এর সামনে জমায়েত হয়ে প্রতিবাদ সভা সংগঠিত করে। 
  
কেন এই বিক্ষোভ?

বিগত ৪ বছরে বহরমপুর শহর এবং তার পাশ্ববর্তী অঞ্চলে ৪০ টি পুকুর ভরাট হয়েছে। প্রতিবাদ সংগঠিত করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জলাভূমি রক্ষা কমিটি। কিন্তু বাঁচানো যাচ্ছে না জলাভূমি, লুট হয়ে যাচ্ছে সব। এই পরিপ্রেক্ষিতেই ছিল গতকালের ঘোষিত অনশন কর্মসূচী। 
জলাভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে আগাম অনুমতি চাওয়া হয়। তারা অনুমোদন না দিয়ে , কর্মসূচী প্রত্যাহার করতে বলে, যা বিজ্ঞান কর্মীরা মানতে অস্বীকার করেন।
সেই জলাভূমি রক্ষার দাবিতে অনশন মঞ্চে গতকাল  পুলিশ বাহিনী বলপ্রয়োগ করে বলে অভিযোগ।

২০১৭ সালের ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বহরমপুরে বিশাল দুই সরোবর - চালতিয়া বিল এবং বিষ্ণুপুর বিল ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে, এর ফলশ্রুতিতে বহরমপুরে গড়ে ওঠে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে ১২ টি সংগঠন নিয়ে " বহরমপুর জলাভূমি রক্ষা কমিটি। " তারপর থেকে সমাজের নানা অংশের মানুষজনকে সংগঠিত করে লাগাতার জলাভূমি রক্ষার আন্দোলন সংগঠিত করে চলে বহরমপুর জলাভূমি রক্ষা কমিটি। 

রাজ্য জুড়ে   পরিবেশ কর্মীদের ব্যাপক প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়, জলাভূমি রক্ষার লড়াইয়ের অংশ হিসেবে গতকালের কর্মসুচী যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবী করা হয়।

Your Opinion

We hate spam as much as you do