Tranding

01:37 PM - 01 Dec 2025

Home / Other Districts / চাকরীপ্রার্থীদের অন‍্যায় গ্রেপ্তার! বিদ্বজ্জনদের প্রতিবাদের মুখর শহর

চাকরীপ্রার্থীদের অন‍্যায় গ্রেপ্তার! বিদ্বজ্জনদের প্রতিবাদের মুখর শহর

শনিবার কলকাতায় পথে নামতে দেখা গেল বিদ্বজ্জনদের একাংশকে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য পবিত্র সরকার, দেবজ্যোতি মিশ্র, মন্দাক্রান্ত সেন, বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্ররা। সকলেই বাম মনস্ক বলে পরিচিত। ছিলেন বাম নেতৃত্বের অনেকেই। প্রতিবাদ মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যাম বিমান বসু সহ একাধিক বাম নেতা, কংগ্রেসের আব্দুল মান্নানরা। মিছিল হয় ভিক্টোরিয়া হাইস থেকে নন্দন পর্যন্ত।

চাকরীপ্রার্থীদের অন‍্যায় গ্রেপ্তার! বিদ্বজ্জনদের প্রতিবাদের মুখর শহর

চাকরীপ্রার্থীদের অন‍্যায় গ্রেপ্তার! বিদ্বজ্জনদের প্রতিবাদের মুখর শহর

October 22, 2022 


বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ‘বলপ্রয়োগ’ করে করুণাময়ী থেকে টেটে উত্তীর্ণ আন্দোলনকারীদের হঠিয়ে দিয়েছিল। এরপর পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। প্রতিবাদে মুখর হয় রাজ্যের বিরোধী দলগুলি। করণাময়ীর ঘটনার বিরুদ্ধে মিছির করে সোচ্চার হতেই সিটিসেন্টার থেকে আটক করা হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একঝাঁক বাম ছাত্র, যুবকে। ওই দিনই বৃহস্পতিবার রাতের ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন বাংলার বিদ্বজ্জনদের বেশ কয়েকজন। কিন্তু, বিদ্বজ্জনদের একযোগে প্রতিবাদ কোথায়? তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

 

শনিবার কলকাতায় পথে নামতে দেখা গেল বিদ্বজ্জনদের একাংশকে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য পবিত্র সরকার, দেবজ্যোতি মিশ্র, মন্দাক্রান্ত সেন, বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্ররা। সকলেই বাম মনস্ক বলে পরিচিত। ছিলেন বাম নেতৃত্বের অনেকেই। প্রতিবাদ মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যাম বিমান বসু সহ একাধিক বাম নেতা, কংগ্রেসের আব্দুল মান্নানরা। মিছিল হয় ভিক্টোরিয়া হাইস থেকে নন্দন পর্যন্ত।

 

মিছিলে বিমান বসু সহ বাম নেতৃত্ব।
বাদশা মৈত্র বলেন, ‘যাঁরা অন্যায় করল, তাঁরাই আজ পুলিশ পাঠিয়ে নায্য চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে তুলে দিচ্ছে। এটা চলতে পারে না। টাকা দিয়ে চাকরি দেওয়া হল, সেই সব অযোগ্য, দুর্নীতিমনস্ক শিক্ষকরা ছাত্র-ছাত্রী পড়াবেন, এটা হতে পারে?’ প্রতিবাদ ব়্যালিতে কংগ্রেস নেতা অব্দুল মান্নান

ওই মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলালেন বাম নেতা বিমান বসু, কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ অনেকে। সামনের সারিতে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, শিক্ষাবিদ পবিত্র সরকার, পরিচালক অনীক দত্ত-সহ বিশিষ্টজনেরা।

শনিবার বিকেলে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে প্রতিবাদ মিছিল শুরু করে নাগরিক মঞ্চ। সকলের হাতেই ছিল প্ল্যাকার্ড। মুখে স্লোগান। প্রতিবাদে পথে নামা ওই বিশিষ্টজনেদের দাবি, মিছিলের কোনও রাজনৈতিক রং নেই।

মিছিলের একেবারে পিছনে ছিলেন বিমান, আব্দুলেরা। কেন পিছনে, তার জবাবে বিমান বলেন, ‘‘এই ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। আমরা তাঁদের সমর্থন জানিয়েছি। সমর্থন যাঁরা করেন, তাঁরা সামনে থাকবেন কেন? তাঁরা পিছনে হাঁটবেন। তাই আমরা পিছনে হাঁটছি।’’

তার পরেই করুণাময়ীর ঘটনার তীব্র সমালোচনা করেন বিমান। তাঁর কথায়, ‘‘স্বাধীনতার পর এ রকম ঘটেনি। ২০১৪ সালে পরীক্ষা হয়েছে। ২০২২ সালেও তার ফল বার হয়নি।’’

Your Opinion

We hate spam as much as you do