২০২৩ চলে গেল আসছে ২০২৪ গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারি যন্ত্রণা বেড়েছে এরই মধ্যে মানুষের বিচ্ছেদের জন্য রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ করছে তীব্রভাবে, সংবিধান অমান্য করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের মধ্যে দুর্নীতির অভিযোগ বিশেষ করে তাদের শাসন ক্ষমতা ব্যবহার করে ব্যবহার করছে।
২০২৩ সালকে ফিরে দেখাঃ কিছু উল্লেখযোগ্য ঘটনা।
Dec 31, 2023
◀◀◀
২০২৩ সালের শুরু থেকেই কুস্তি সংস্থার কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজভূষনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। রাস্তায় আন্দোলনে নামে ভারতীয় কুস্তির উল্লেখযোগ্য মুখরা।
◀◀◀
পশ্চিমবঙ্গে রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং বুথ দখলের অভিযোগ এমনকি নির্বাচিত সদস্যদের কাছ থেকেও সার্টিফিকেট কেড়ে নিয়ে তাদের পরাজিত ঘোষণা করে দেওয়া। নির্বাচনে প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী নিহত
◀◀◀
ফেব্রুয়ারি মাসে ৬ তারিখে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশ। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার সেই ভূমিকম্প সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় প্রভাব ফেলেছিল। দুই দেশ মিলিয়ে ৬০ হাজারের বেশি জনের মৃত্যু হয়। ভারতের বিপর্যয় মোকাবিলাকারী দলও ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় গিয়ে উদ্ধারকাজ চালায়।
◀◀◀
পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসক এবং কর্তা ব্যক্তিরা জেলে গেলেন কিন্তু তারা এখনো জেলে রয়েছেন। জেলে গেছেন পশ্চিমবাংলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
◀◀◀◀
উত্তর-পূর্ব ভারতে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হয় মার্চ মাসে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ের পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ডে শাসক জোটে সামিল হয় বিজেপি।
◀◀◀
মোদী পদবি মামলায় চুড়ান্ত অগনতান্ত্রিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় মার্চ মাসেই সাংসদ পদ হারানা রাহুল গান্ধী। পরে অগস্ট মাসে আদালতের নির্দেশে সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। এটা অবশ্যই গনতন্ত্রের জয়।
◀◀◀
বিশ্বের সবথেকে জনবহুল দেশ এখন ভারত। চিনকে পিছনে ফেলে এ বছর এপ্রিল মাসে এই শিরোপা গিয়েছে ভারতের ঝুলিতে।
◀◀◀
মে মাসে বিজেপিকে হারিয়ে কর্নাটক বিধানসভায় জয় লাভ করে কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যে গঠিত হয় কংগ্রেসের সরকার।
◀◀◀
অন্যদিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যে মধ্যে বিজেপি তিন রাজ্যে ক্ষমতা দখল করে এবং দুই রাজ্যে মধ্যে একটিতে কংগ্রেস ও একটিতে স্থানীয় পার্টি ক্ষমতা দখল করে।
◀◀◀
এ বছর মে মাস থেকেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি হয় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুর ইস্যুতে উত্তলা হয়েছে সংসদের অধিবেশন থেকে দেশের রাজনীতি।
◀◀◀
২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে ভারতীয় সংসদীয় ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়। নতুন সংসদ ভবনে লোকসভার জন্য ৮৮৮ এবং রাজ্যসভার জন্য ৩৮৪ আসনের ব্যবস্থা করা হয়েছে।
◀◀◀
২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ওড়িশায়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির। ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে এই দুর্ঘটনায় অন্তত ২৯৬ জনের মৃত্যু হয়। প্রচুর যাত্রী আহতও হন।
◀◀◀
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের জন্য জোট বাঁধে দেশের ২৮ বিরোধী দল। সেই জোটের নামকরণ করা হয় 'INDIA’
◀◀◀
মহাকাশ গবেষণায় ভারতের উল্লেখযোগ্য সাফল্যের বছর ২০২৩। এ বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-৩। তার পর চাঁদের মাটিতে ঘুরে প্রচুর তথ্য ইসরো-কে পাঠিয়েছে বিক্রম ল্যান্ডার।
◀◀◀
এ বছর জি২০ সম্মেলনের আয়োজক ছিল ভারত। বছরভর বিভিন্ন বৈঠকের পাশাপাশি সেপ্টেম্বর মাসে রাষ্ট্রনেতাদের বৈঠক উপলক্ষ্যে বিশ্বের তাবড় তাবড় নেতারা উপস্থিত হয়েছিলেন ভারতে।
◀◀◀
৭অক্টোবর থেকে ইসরাইল এবং গাজার মধ্যে এক ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয় ভারত পৃথিবী। গাজা ভূখণ্ড থেকে হামাস গোষ্ঠী ইসরাইলে রকেট ছুড়লে ইসরাইল গাজা আক্রমণ করে।ভয়াবহ সেই আক্রমণে সীমাহীন গণহত্যা শুরু হয় গাজা ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দেবার জন্য। ইসরাইল সেনার হাতে হাজার হাজার শিশু নারী বেসামরিক ব্যক্তি খুন হয়। চূড়ান্ত অমানবিকভাবে বিধ্বংসী আক্রমণ চলে গাজার হাসপাতাল শরণার্থী শিবির এখনো সেই গণহত্যা চলছে ইসরাইলকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু দেশ ইসরাইলের বিধ্বংসী আক্রমণকে নিন্দা করছে। গাজা ভূখণ্ডে পাঁচ হাজারের বেশি শিশু হত্যা হয়েছে রাষ্ট্রসংঘ বারবার বলার পরও ইসরাইলের প্রধানমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন।
◀◀◀
সমকামী বিবাহে স্বীকৃতির দাবিতে একাধিক মামলার শুনানি এ বছর হয়েছে দেশের শীর্ষ আদালতে। কিন্তু এই বিবাহে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্টে। স্বীকৃতি দেওয়ার বিষয়টি দেশের আইনসভার হাতেই ছেড়ে দিয়েছে আদালত।
◀◀◀
আরএসএসের মুখপত্রে অভিষেককে নিয়ে 'নরম' সুর, অস্বস্তিতে বিজেপি
◀◀◀
আশা জাগিয়েও হয়নি বিশ্বকাপ জয়। ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত বাহিনী। এ বছর ১৯ নভেম্বর ভারতবাসীর কাছে হৃদয়বঙ্গের দিন।
◀◀◀
দিওয়ালির সময় যখন সারা দেশ উৎসবের মেজাজে, তখনই উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে আটকে পড়েন ৪১ জন নির্মাণকর্মী। ১৬ দিন পর তাঁদের টানেল থেকে উদ্ধার করা হয়।
◀◀◀
বিহারের জাতিগত সমীক্ষার রিপোর্ট প্রকাশ। বিজেপির বিরোধ। অনুসারে মোট জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি!
◀◀◀
ডিসেম্বর মাসে প্রকাশ হয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। মধ্য প্রদেশে, ছত্তীসগঢ় এবং রাজস্থানে ক্ষমতা দখল করে বিজেপি। কংগ্রেস জয়ী হয় তেলঙ্গানায়। মিজোরামের দখল যায় স্থানীয় দলের হাতে।
◀◀◀
নতুন সংসদ ভবনে ১৩ ডিসেম্বর হানা দেয় বেশ কয়েক জন। ২ জন লোকসভার অধিবেশন কক্ষে ঢুকে স্মোকবম্ব ফাটায়। ধোঁয়ায় ভরে যায় সংসদ চত্বর। সেই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
◀◀◀
সংসদে গ্যাস হামলা এক নজিরবিহীন ঘটনা বিজেপি সংসদের কাছ থেকে পাস নিয়ে সংসদে নিরাপত্তা বেষ্টনী কেটে বেরিয়ে সমস্ত সংসদে এক আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল দেশের সীমাহীন বেকার জন্য দায়ী নাকি অন্য কিছু প্রশ্ন আজও রয়ে গেছে
◀◀◀
পশ্চিমবাংলা সর্ববৃহৎ বাম যুব সংগঠন DYFI এর ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা পরিচালনা করে এই যাত্রায় ব্যাপক সাড়া পাওয়া যায়। গ্রাম থেকে শহর এই ইনসাফ যাত্রা পশ্চিমবাংলায় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করে। নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জী, হিমগ্নরাজ ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সহ বিভিন্ন নেতৃত্ব।
◀◀◀
শীতকালীন অধিবেশনে প্রতিবাদ করায় ১৪৬ জন সাংসদকে সংসদের বাইরে রেখে নজিরবিহীনভাবে পরপর বহু গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নেয়া হলো। এই বিলগুলিতে মানুষের বিগত ৭০ বছর ধরে পাওয়া গণতান্ত্রিক অধিকার বিঘ্নিত হতে পারে বলে বোঝা যাচ্ছে।।
We hate spam as much as you do