Tranding

03:13 PM - 01 Dec 2025

Home / Article / বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এ বছরের কাজ Environment Restoration. আগামী এক দশকের লক্ষমাত্রা

বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এ বছরের কাজ Environment Restoration. আগামী এক দশকের লক্ষমাত্রা

রাষ্ট্রসঙ্ঘ ঠিক করেছে এই বাস্তুতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দশক হবে ২০২১-২০৩০ যা সভ্যতা টিকিয়ে রাখার ন্যুনতম সময় বা সময়সীমার লক্ষ , বৈজ্ঞানিকদের মতে এ হল শেষ প্রচেষ্টা সম্পুর্ণ ধ্বংসের হাত থেকে পরিবেশকে রক্ষা করার ।

বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এ বছরের কাজ Environment Restoration. আগামী এক দশকের লক্ষমাত্রা

বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এ বছরের কাজ Environment Restoration. আগামী এক দশকের লক্ষমাত্রা

এ বছর ২০২১ বিশ্ব পরিবেশ দিবসের থিম 
Reimagine. Recreate. Restore. পুনরায় কল্পনা , পুনঃস্থাপন , পুনরুদ্ধার । এক কথায়  Environment Restoration বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার' করা

প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।১৯৭৪ সালে এই বিশেষ দিনটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল। প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা বুঝতে পেরেছেন। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস  পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ পালন করে। 

১৯৭৪ সালে এই বিশেষ দিনটি প্রথম অনুষ্ঠিত হয়েছে সামুদ্রিক দূষণ, মানব জনসংখ্যা, গ্লোবাল ওয়ার্মিং, বন্যপ্রাণের মতো পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি স্বার্থে। বিশ্ব পরিবেশ দিবস জনসাধারণের কাছে পৌঁছনোর জন্য একটি বিশ্বজনীন প্ল্যাটফর্ম, যেখানে প্রতিবছর ১৪৩ টিরও বেশি দেশ অংশ নেয়। প্রতি বছর, পরিবেশের সুরক্ষায় একটি থিম এবং ফোরাম সরবরাহ করা হয়। 
পরিবেশ দিবসের সূচনা  হয় ১৯৭২ সালে জাতিসংঘ পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে স্টকহোম সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস। এর দু'বছর পরে, ১৯৭৪ সালে 'একমাত্র পৃথিবী' (Only One Earth) এই থিম নিয়ে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠিত হয়েছিল। যদিও এই পরিবেশ দিবসের উদযাপন ১৯৭৪ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়, কিন্তু ১৯৮৭ সালে বিভিন্ন আয়োজক দেশ নির্বাচনের মাধ্যমে এই ক্রিয়াকলাপগুলির কেন্দ্র ঘোরানোর ধারণাটি শুরু হয়।

এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' (Ecosystem Restoration)। এ বছর পাকিস্তান বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে united nation environment program UNEP এর আন্তর্জাতিক Host. 

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার মানে বিরামহীন ভাবে জঙ্গল কেটে , দূষণ করে যা সর্বনাশ হয়েছে , তা ফেরানো সম্ভব নয় ঠিকই।যেটুকু আছে তাকে রক্ষা করতে হবে।  আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের  শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েট পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এই সবের মাধ্যমে এক বলিষ্ঠ জৈব বৈচিত্র্য এবং প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি। আর সেই জন্যেই এবছর এই থিমটি বেছে নেওয়া হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘ ঠিক করেছে এই বাস্তুতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দশক হবে ২০২১-২০৩০ যা সভ্যতা টিকিয়ে রাখার ন্যুনতম সময় বা সময়সীমার লক্ষ , বৈজ্ঞানিকদের মতে এ হল শেষ প্রচেষ্টা সম্পুর্ণ ধ্বংসের হাত থেকে পরিবেশকে রক্ষা করার । প্রকৃতি পরিবেশ শুধু কথার কথা নয় । এই সময় সুস্থ আলোকিত মতের প্রসার , বানিজ্য সংস্থা গুলো এবং জনসাধারণের দায়িত্বশীল আচরণ বিশেষভাবে প্রয়োজন প্রকৃতিকে রক্ষা করার জন্য । 
বিশ্ব পুঁজি , কর্পোরেট তার সর্বোচ্চ মুনাফার জন্য যা করেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি। গত বছর আমাজন জ্বলার পিছনে কাদের চক্রান্ত ছিল তা অনেকাংশে প্রকাশিত। তাই প্রকৃতি পরিবেশ রক্ষার সংগ্রাম এক গুরুত্বপূর্ণ গনসংগ্রাম। 
সেই সঙ্গে এসেছে মহামারী । জীবজন্তুর সঙ্গে মানুষের সংস্পর্শ বেড়েছে। তাতে জীবজন্তু বাহিত রোগ মানুষের শরীরের কাছাকাছি এসে পড়েছে। গ্রেটা থুনবার্গ সঠিক ভাবেই বলেছেন "পরিবেশ, জলবায়ু, ও স্বাস্থ্যের বিপর্যয় আসলে একই সুত্রে গাঁথা___ জীবজন্তুদের বাসস্থান নষ্ট করেছি আমরা। ফলে তারা মানুষের সংস্পর্শে এসেছে। অসুখ তো এভাবেই ছড়ায় "

 

Your Opinion

We hate spam as much as you do