ঘটনায় আটকরা কোনো ছাড় পাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
মালয়েশিয়ায় ঈদের নামাজে অংশ নেওয়ায় ৪৮ বাংলাদেশি আটক। মসজিদের বাইরে করোনা বিধি ভাঙার অভিযোগ
newscopes.in 21st july
মালয়েশিয়ায় মসজিদের বাইরে ঈদের নামাজে অংশ নেওয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া মালয়েশিয়ার একজন নাগরিককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে একশ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।
নামাজ আদায়ের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় প্রশাসন তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন।
এ ঘটনায় আটকরা কোনো ছাড় পাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, করোনা ঠেকাতে মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রশাসন। করা হচ্ছে আইন অমান্যকারীদের জেল-জরিমানা
We hate spam as much as you do