এই মুহূর্তে ২৫ শতাংশ বকেয়া ডিএ নিয়েই বেশি উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীরা আর্থিক চাপের মুখে রয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন অপেক্ষা ও আশার চোখে
হঠাৎ থমকে গেল DA মামলার সবকিছু ! পরবর্তী শুনানি ৪ঠা আগস্ট
শনি, 14 জুন 2025
ডিএ মামলা নিয়ে ফের উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহল। ২০২৫ সালের ১৬ই মে, দেশের সর্বোচ্চ আদালত এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, ১৩ই জুন ছিল এই সময়সীমার শেষ দিন। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের তরফে কোনো বক্তব্য জমা পড়েনি।
এই নীরবতাই নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অস্পষ্টতা এবং উৎকণ্ঠা। এত গুরুত্বপূর্ণ একটি মামলা, যার রায়ের ওপর লক্ষাধিক কর্মচারীর আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে, সেই মামলায় সকল পক্ষের এমন নিষ্ক্রিয়তা অবাক করছে বহুজনকে।
মামলার পক্ষগুলোর হয়তো নতুন করে আদালতের সামনে উপস্থাপন করার মতো কোনো তথ্য বা যুক্তি নেই। তাই তারা ইচ্ছাকৃতভাবেই নীরব রয়েছে।
বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে গ্রীষ্মকালীন ছুটি। তাই ছুটির পরে আদালতের কাছে “Condonation of Delay” অর্থাৎ বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে হয়তো বক্তব্য জমা দেওয়া হবে। মামলার কিছু পক্ষ হয়তো প্রতিপক্ষের বক্তব্য আগে দেখতে চাচ্ছে, তারপরই তারা নিজের যুক্তি পেশ করতে চাইছে। এটি একটি সাধারণ আইনি কৌশল হতে পারে।
এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৪ঠা আগস্ট। সেই দিনই হয়তো এই জটিলতা নিরসন হবে এবং জানা যাবে, এই মামলার ভবিষ্যৎ কী।
এই মুহূর্তে ২৫ শতাংশ বকেয়া ডিএ নিয়েই বেশি উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীরা আর্থিক চাপের মুখে রয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন অপেক্ষা ও আশার চোখে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের বক্তব্য, “আমাদের কষ্টার্জিত প্রাপ্য ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আমরা দুশ্চিন্তায় আছি। সুপ্রিম কোর্টের নীরবতাও আমাদের আশঙ্কা বাড়াচ্ছে।” ডিএ মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয়, এটি লক্ষাধিক কর্মচারীর জীবনযাত্রার সঙ্গে জড়িত। প্রতিটি দিন, প্রতিটি শুনানি তাই তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪ঠা আগস্ট কী নিয়ে আসবে, তা এখন সময়ের অপেক্ষা।
We hate spam as much as you do