ইসরো প্রধান (ISRO chief) S Somanath জানিয়েছেন, আগের থেকে এবার অনেক বেশি সতর্ক গবেষকরা। শুধু তাই নয়, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত বদল করা হয়েছে। এমনকি কিছু পদক্ষেপ নতুন ভাবে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসরো কর্তা।
ISRO এর তথ্য! চন্দ্রযান ৩! চাঁদের মাটি কবে এবং কখন ছোঁবে
July 14, 2023
Chandrayaan 3: ইতিহাস তৈরি করল ভারত! সফল উৎক্ষেপণ Chandrayaan 3 এর। তবে উৎক্ষেপণ সফল হলেও রয়ে গিয়েছে উদ্বেগ! চাঁদের মাটিতে সফল ভাবে Chandrayaan 3 যাতে ল্যান্ড করতে পারে সেটিই মিশনের মূল উদ্দেশ্যে।
আর এটাই সবথেকে চিন্তায় রেখেছে বিজ্ঞানীদের। বিশেষ করে চাঁদের মাটি ছুঁলেও Chandrayaan 2 এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে ইসরো। উৎক্ষেপণ সফল হলেও মিশন ব্যর্থ হয়। আর সেই ব্যর্থতা থেকেই নতুন করে ফের একবার লড়াই শুরু করে ভারতের গবেষণা সংস্থা ইসরো।
চাঁদের মাটি কবে এবং কখন ছোঁবে চন্দ্রযান ৩! যদিও ইসরো প্রধান (ISRO chief) S Somanath জানিয়েছেন, আগের থেকে এবার অনেক বেশি সতর্ক গবেষকরা। শুধু তাই নয়, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত বদল করা হয়েছে। এমনকি কিছু পদক্ষেপ নতুন ভাবে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসরো কর্তা।
উৎক্ষেপণ সফল হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন S Somanath। আর সেখানেই এই বিষয়ে কথা বলেন তিনি। একই সঙ্গে চাঁদের মাটিতে কবে অবতরণ করবে Chandrayaan 3। সে বিষয়েও আপডেট দিয়েছেন ইসরো প্রধান। তাঁর কথায়, এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে। নির্দিষ্ট সময়েই রকেট এবং চন্দ্রযান আলাদা হয়েছে।
শুধু তাই নয়, নির্দিষ্ট কক্ষপথ ধরেই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোমনাথ। সবকিছু ঠিক Chandrayaan 3 আগামী ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা ৪৭ মিনিটে চাঁদের মাটিতে ল্যান্ড করবে বলেও জানিয়েছেন ইসরো।
আর তা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে মিশন সফল হবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। বলে রাখা প্রয়োজন, উৎক্ষেপণ সফল হতেই শুভেচ্ছাবার্তায় ভাসছে ইসরো!
We hate spam as much as you do