Tranding

02:37 PM - 01 Dec 2025

Home / Other Districts / ৩ % ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ল বিক্ষোভকারীরা

৩ % ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ল বিক্ষোভকারীরা

ভিক্ষাবৃত্তি আমরা প্রত্যাখ্যান করলাম । রাজ্য সরকারি কর্মচারীরা ওই ভিক্ষার দান মুখ্যমন্ত্রীকেই ফেরত দিল । এই টাকা দিয়ে উনি ওনার পরিবারের প্রতিপালন করুন । আমরা দান গ্রহণ করছি না

৩ % ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ল বিক্ষোভকারীরা

৩ % ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ল বিক্ষোভকারীরা

Feb 16  2023,

বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে ৷ মামলাও হয়েছে আদালতে ৷ হাইকোর্ট ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষেই রায় দেয় ৷ সেই রায় চ্যালেঞ্জ করে পালটা মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে  ৷ সরকারি কর্মীদের একটা অংশ আন্দোলনও শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে বুধবার রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকার ৷

"ললিপপে খুশি নই ! কেন্দ্রীয় হারেই ডিএ (DA) দিতে হবে ।" এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের । বুধবার রাজ্য বিধানসভায় আর্থিক বাজেট (Bengal Budget 2023-24) পেশের সময় ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কিন্তু, এতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ । তাঁদের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় হারেই বকেয়া ডিএ দিতে হবে । যতদিন না পর্যন্ত এই দাবি পূরণ করা হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

 

ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীচারীরাসামনের বছর লোকসভা নির্বাচন  ৷ তার আগেই আবার রয়েছে পঞ্চায়েত ভোট ৷ সেই দিকে তাকিয়েই বুধবার রাজ্য বিধানসভায় 2023-24 সালের বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ৷ তিনি জানিয়েছেন, এ বছর রাজ্যের আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে ৷ রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ ডিএ পাবেন ৷ পেনশনভোগীরাও আরও ৩ শতাংশ ডিএ পাবেন ৷ আগামী মার্চ থেকেই মিলবে বর্ধিত হারে ডিএ ৷

ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীচারীরাএই ঘোষণার পরেই ফের ক্ষোভ উগরে দেন সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ । সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "ভিক্ষাবৃত্তি আমরা প্রত্যাখ্যান করলাম । রাজ্য সরকারি কর্মচারীরা ওই ভিক্ষার দান মুখ্যমন্ত্রীকেই ফেরত দিল । এই টাকা দিয়ে উনি ওনার পরিবারের প্রতিপালন করুন । আমরা দান গ্রহণ করছি না ।" রাজীব দত্ত নামের আর এক আন্দোলনকারী বলেন, "আমাদের কোনও দাবিই পূরণ হয়নি । শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়নি । যারা আজ রাস্তায় বসে আছেন, তারা 3 শতাংশ ডিএ ললিপপ নিতে বসে নেই । সরকারি নির্দিষ্ট নিয়ম রীতি মেনে নিয়োগ করে । যার কোনোটাই পূরণ করেনি ।"

ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলনকারীদের পোস্টার, শ্রম মন্ত্রকের তরফে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের পরামর্শ মেনে কেন্দ্রের সঙ্গে মিল রেখে সমান হারে সমস্ত বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবি জানিয়ে আসছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতরের সমস্ত শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিও করেছে তারা ৷ দাবি মানা না-হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ভোটকর্মী হিসেবে কাজে যোগ দেবেন না বলেও আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে ৷
ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলনকারীদের পোস্টারউল্লেখ্য, এই ইস্যুতে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এর আগেও আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা ৷ সোমবারও তাঁরা কর্মবিরতি পালন করেন ৷ বর্তমানে কলকাতার শহিদ মিনারে লাগাতার অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহার্ঘভাতার দাবিতে এবার জেলায় জেলায় লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে।

Your Opinion

We hate spam as much as you do