শুক্রবার দুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ডেপুটি হাই কমিশনের দফতরের বাইরে আউটপোস্টে ডিউটি করছিলেন এক পুলিশ কর্মী। এদিন দুপুরে আচমকা তিনি তাঁর এসএলআর রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।
পার্ক সার্কাসে হঠাৎ এলোপাথাড়ি গুলি করে আত্মঘাতী পুলিশকর্মী-সহ মৃত্যু মহিলার
দুপুরবেলা জমজমাট পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি। মৃত পুলিশকর্মী-সহ এক মহিলা। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। ভর দুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে মুহুর্মুহু গুলি চলে। এক পুলিশকর্মী গুলি চালাতে শুরু করেন। আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তাঁরই ছোঁড়া গুলিতে নিহত আরও এক মহিলা।
শুক্রবার দুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ডেপুটি হাই কমিশনের দফতরের বাইরে আউটপোস্টে ডিউটি করছিলেন এক পুলিশ কর্মী। এদিন দুপুরে আচমকা তিনি তাঁর এসএলআর রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।
গুলি ছিটকে লাগে পাশে দাঁড়ানো একাধিক গাড়িতে। সেই সময়ে রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিলেন এক মহিলা। সেই মহিলারও গুলি লাগে। ছিটকে মাটিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুলি লেগেছে বাইকচালক অন্য এক যুবকেরও। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইকচালক ওই যুবকের পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
এদিন এক নাগাড়ে ১০-১৫ রাউন্ড গুলি ছোড়েন ওই পুলিশকর্মী। অন্যদের গুলি করার পরেই নিজেও আত্মঘাতী হন ওই পুলিশকর্মী। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আজই কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বেশ কিছুক্ষণ নিহত অবস্থাতেই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই পুলিশকর্মী ও মহিলাকে। আচমকা কেন ওই পুলিশকর্মী গুলি চালালেন তা এখনও স্পষ্ট হয়নি। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছোয় ঘটনাস্থলে। দুটি মৃতদেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
We hate spam as much as you do