Tranding

02:57 PM - 01 Dec 2025

Home / Other Districts / 'শর্ত' এ না,অনশন না তুলেই আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনিয়র চিকিৎসকরা,

'শর্ত' এ না,অনশন না তুলেই আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনিয়র চিকিৎসকরা,

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যে ডাক্তাররা যাবেন, তা আগেই জানানো হয়েছিল। তবে কারা যাবেন, আর নবান্নের দেওয়া শর্ত মেনে তাঁরা অনশন তুলে, তারপর বৈঠকে যোগ দেবেন কি না তা নিয়ে হওয়ার কথা ছিল ডাক্তারদের মধ্যে বৈঠক। রবিবার, এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়

'শর্ত' এ না,অনশন না তুলেই আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনিয়র চিকিৎসকরা,

'শর্ত' এ না,অনশন না তুলেই আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, 


 20 Oct 2024


নবান্নের তরফে মুখ্যসচিব 'শর্ত' দিয়েছিলেন অনশন তুলে নিয়ে যাতে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন। তবে সেই শর্ত না মেনেই, অনশন না তুলে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ড ঘিরে গত অগস্ট থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে ধর্মতলায় চলছে অনশন আন্দোলন। এই পরিস্থিতি সোমবার বৈঠকে যোগ দেওয়ার বার্তা জানিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যে ডাক্তাররা যাবেন, তা আগেই জানানো হয়েছিল। তবে কারা যাবেন, আর নবান্নের দেওয়া শর্ত মেনে তাঁরা অনশন তুলে, তারপর বৈঠকে যোগ দেবেন কি না তা নিয়ে হওয়ার কথা ছিল ডাক্তারদের মধ্যে বৈঠক। রবিবার, এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। তারপর বৈঠকের সিদ্ধান্ত ইমেল মারফৎ জানানো হয় মুখ্যসচিবকে। জানানো হয়েছে, অনশন তোলা হবে কি না, তা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

Your Opinion

We hate spam as much as you do