Tranding

03:47 PM - 01 Dec 2025

Home / Other Districts / তৃণমূল সদস্যরা ভোট দিয়ে বিজেপিকে জেতাল উপপ্রধান পদে মুর্শিদাবাদে

তৃণমূল সদস্যরা ভোট দিয়ে বিজেপিকে জেতাল উপপ্রধান পদে মুর্শিদাবাদে

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে জিতে গেল বিজেপি। মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতে কী করে ঘটল এমন? তথ্য যা পাওয়া গেল তা বেশ মজার ব্যাপার। তৃণমূল বিজেপি সম্পর্ক মোটেই অস্বস্তিকর নয় ফরাক্কার এই গ্রামে। পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ভোটেই জিতেছেন বিজেপির প্রার্থী।

তৃণমূল সদস্যরা ভোট দিয়ে বিজেপিকে জেতাল উপপ্রধান পদে মুর্শিদাবাদে

তৃণমূল সদস্যরা ভোট দিয়ে বিজেপিকে জেতাল উপপ্রধান পদে মুর্শিদাবাদে


একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কোনও সাফল্যই ধরা দেয়নি বঙ্গ বিজেপির কাছে। শুধু হার আর হার। শুধু বিধানসভা নির্বাচনে হেরেই তারা ক্ষান্ত খাকেনি। একে একে বিজেপি হেরেছে উপনির্বাচন, পুরনির্বাচনেও। এমনকী একের পর এক গ্রাম পঞ্চায়েত, পুরসভা হাতছাড়া হয়েছে বিজেপির। কিন্তু এবার ঘটল উলট পুরান।

 

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে জিতে গেল বিজেপি। মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতে কী করে ঘটল এমন? তথ্য  যা পাওয়া গেল  তা বেশ মজার ব্যাপার। তৃণমূল বিজেপি সম্পর্ক  মোটেই অস্বস্তিকর নয় ফরাক্কার এই গ্রামে। পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ভোটেই জিতেছেন বিজেপির প্রার্থী।

 

কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা কেন বিজেপিকে ভোট দিয়ে জেতালেন? তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কী করে বিজেপির উপপ্রধান প্রার্থী অনিতা মণ্ডল জয়ী হলেন ফরাক্কার বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে? তৃণমূলের দুই সদস্য ভুল করে অনিতা মণ্ডলকে ভোট দেওয়ায় তিনি জিতে গিয়েছেন বলে জানানো হয়েছে দলের তরফে।

সম্প্রতি মুর্শিদাবাদের এই ফরাক্কা বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম সদস্যরা যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় এই পঞ্চায়েতে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। ২০২১-এর ডিসেম্বরে অনাস্থা আনার পর প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে অনাস্থা ভোট হয়। সেই ভোটেই ঘটে গেল এমন ।


বিজেপির সদস্য উপনির্বাচনে বিজয়িনী
এই ভোটাভুটির সময়্ উপস্থিত ছিলেন তৃণমূলের চার সদস্য ও বিজেপির দুজন সদস্য-সহ মোট ১০ জন। ভোট গ্রহণের সময় তৃণমূলের দুই সদস্য ভুল করে বিজেপিকে ভোট দিয়ে দেন। অভিযোগ, বাকি দুই সদস্য ইচ্ছাকৃত ভোট দেন বিজেপির অনিতা মণ্ডলকে। আর বিজেপির দুই সদস্যদের ভোট যায় অনিতার দিকে। ফলে তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা হওয়া সত্ত্বেও এই পঞ্চায়েতে বিজেপির সদস্য উপনির্বাচনে বিজয়িনী হন।


 এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছোটন মেহরা বলেন, এদিন উপপ্রধান নির্বাচনে তৃণমূল আতাউর শেখকে উপপ্রধান পদে দাঁড় করিয়েছিল। কিন্তু তৃণমূলের চার সদস্যের ভোট বিজেপির দিকে যাওয়ায় আতাউর শেখের উপপ্রধান হওয়া হল না। নিশ্চিত জয় হাত থেকে বেরিয়ে গেল। অনাস্থা ভোটে ভরাডুবি হল তৃণমূলের।

Your Opinion

We hate spam as much as you do