Tranding

06:13 PM - 01 Dec 2025

Home / Other Districts / গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রতকে দিল্লি যেতেই হবে

গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রতকে দিল্লি যেতেই হবে

সূত্র মারফত জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই গরু পাচার মামলায় এনামুল হক ও সায়গল হোসেককে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। অনুব্রত মণ্ডলকেও দিল্লি নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ঘটনাচক্রে আচমকাই শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।

গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রতকে দিল্লি যেতেই হবে

গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রতকে দিল্লি যেতেই হবে
 
 Mar 02, 2023 


 প্রবল চাপে অনুব্রত মণ্ডল। দিল্লি যেতেই হচ্ছে তাঁকে। গরু পাচার মামলায় কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি ছিল। বিচারপতি কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন করেন, এখনও কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে এসে জেরা করা হয়নি? কীসের বাধ্যবাধকতা রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, দিল্লি আসা রুখতে আগেই দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছেন অনুব্রত। সেই মামলা বিচারাধীন। বিচারপতি প্রশ্ন করেন, সেই মামলায় তো কোনও রায় বেরোয়নি, দিল্লি হাইকোর্টে কোনও স্থগিতাদেশও দেয়নি। অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যেতেই পারে। সেখানে কোনও বাধা থাকতে পারে না। এরপরই প্রক্রিয়া শুরু করে অনুব্রত মণ্ডল। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন কেষ্ট। রাউস অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণের পরই আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যেওয়া যেতে পারে।


সূত্র মারফত জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই গরু পাচার মামলায় এনামুল হক ও সায়গল হোসেককে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। অনুব্রত মণ্ডলকেও দিল্লি  নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ঘটনাচক্রে আচমকাই শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেছিলেন, তাঁকে নাকি দলীয় কার্যালয়ের মধ্যেই গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত। চার লাইনের একটা অভিযোগ, তাতে কোনও এভিডেন্স ছিল না, তার ভিত্তিতেই দুবরাজপুর থানার পুলিশ অনুব্রতকে গ্রেফতার করে। তার আগে অবশ্য সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত। পুলিশি গ্রেফতারির পর অনুব্রতর ঠিকানা হয় দুবরাজপুর পুলিশ হেফাজত। ফলে সেক্ষেত্রে অনুব্রতর দিল্লি যাত্রা সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যহত হয়।


এরই মাঝে অবশ্য দিল্লি যাত্রা রুখতে অনুব্রত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে আইনজীবী কপিল সিব্বলকেও। দিল্লি হাইকোর্ট অবশ্য কোনও স্থগিতাদেশ দেয়নি। ইডি মূলত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় কয়েকটি বাফার অ্যাকাউন্টের তথ্যের সন্ধানে। বীরভূমের বিভিন্ন জেলার ব্যাঙ্কে সেই অ্যাকাউন্টগুলি রয়েছে। পাশাপাশি বীরভূমের বিভিন্ন সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে কার নামে টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, কাদের নামে অ্যাকাউন্ট, তাও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। কারণ ইডি-র হাতে তথ্য এসেছে, আধার-প্যান লিঙ্কের নাম করে নথি সংগ্রহ গ্রামের একাধিক বাসিন্দাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পাচারের টাকা সেই অ্যাকাউন্টগুলিতে ঢুকেছে বলে মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের অ্যাকাউন্টেও টাকার গরমিল  মিলেছে, সেই টাকা কোথা থেকে এসেছে, জানাতে পারে নি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি মেয়ে, ভাগ্নে, গাড়িচালকের অ্যাকাউন্টেও যে টাকার হদিশ মিলেছে, তার উৎস কী, তাও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

Your Opinion

We hate spam as much as you do