Tranding

03:30 PM - 01 Dec 2025

Home / Others / আলাপনের অবসর ও নিয়োগ । মুখ্যসচিব থেকে মুখ্য উপদেষ্টা। প্রশাসনে রাজনৈতিক পছন্দ, অপছন্দ প্রকাশ্যে। 

আলাপনের অবসর ও নিয়োগ । মুখ্যসচিব থেকে মুখ্য উপদেষ্টা। প্রশাসনে রাজনৈতিক পছন্দ, অপছন্দ প্রকাশ্যে। 

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিবের পদে এলেন হরেকৃষ্ণ দ্বিবেদী। 

আলাপনের অবসর ও নিয়োগ । মুখ্যসচিব থেকে মুখ্য উপদেষ্টা। প্রশাসনে রাজনৈতিক পছন্দ, অপছন্দ প্রকাশ্যে। 

আলাপনের অবসর ও নিয়োগ । মুখ্যসচিব থেকে মুখ্য উপদেষ্টা। প্রশাসনে রাজনৈতিক পছন্দ, অপছন্দ প্রকাশ্যে। 

কেন্দ্র রাজ্যের মুখ্যসচিব সংঘাতের অবসান।মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিবের পদে এলেন হরেকৃষ্ণ দ্বিবেদী। 

আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র সচিবের পদে এসেছেন বিপি গোপালিকা। 
অবসরের মেয়াদ বৃদ্ধির রাজ্যের আবেদন ছিল ইয়াসের তাণ্ডবে বিপর্যয় মোকাবিলায় অভিজ্ঞ প্রশাসককে তিন মাস অতিরিক্ত রেখে দেওয়ার। কিন্তু এই বিতর্কের জল বেশিদুর গড়াতে না দিয়ে আলাপন নিজেই সঠিক তারিখ ৩১শে মে অবসরের  ইচ্ছা প্রকাশ  করেন বলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হ্য়েছে। মুখ্যমন্ত্রী  আরো জানান তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দিয়েই অবসর নিতে সায় দিয়েছেন। তিনি প্রাক্তন  মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে যোগ্যতার সঙ্গে কাজ করার জন্য  ধন্যবাদ জানান । মুখ্যমন্ত্রীর  কথায়, “আমাদের আলপনকে খুব বাজেভাবে প্রয়োজন। উনি অবসর নিয়েছেন কিন্তু আমি ওনাকে সচিবালয় ছেড়ে দিতে যাচ্ছি না।” এর পরই আলাপন রাজ্য সরকারের একজন আধিকারিক হ্য়ে উপদেষ্টার কাজ মানে গুরুত্বপূর্ণ পরামর্শদাতার কখন কাজ করবেন। সরকারের আমলা পদের অবসান হলেও আলাপন রাজ্যে প্রশাসনিক স্তরে একটা মুল চাবিকাঠি হিসাবে কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে । 

Your Opinion

We hate spam as much as you do