Tranding

06:09 PM - 01 Dec 2025

Home / Other Districts / রামনবমীর মিছিলে বিজেপি নেতার প্রশ্রয়ে অস্ত্রের দাপাদাপি! বললেন, এটাই পরম্পরা

রামনবমীর মিছিলে বিজেপি নেতার প্রশ্রয়ে অস্ত্রের দাপাদাপি! বললেন, এটাই পরম্পরা

সকালে মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত রামনবমীর মিছিল হয়। আর সেই মিছিলেই তলোয়ার হাতে দেখা যায় একাধিক ব্যক্তিকে। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। তাৎপর্যপূর্ণ ভাবে ওই মিছিলের সামনেই ছিলেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলার সজল ঘোষ।

রামনবমীর মিছিলে বিজেপি নেতার প্রশ্রয়ে অস্ত্রের দাপাদাপি!  বললেন, এটাই  পরম্পরা

রামনবমীর মিছিলে বিজেপি নেতার প্রশ্রয়ে অস্ত্রের দাপাদাপি!  বললেন, এটাই  পরম্পরা 

Thursday, March 30, 2023, 

দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রাম নবমী! দেশের পাশাপাশি বাংলাজুড়েও সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। জেলার একাধিক জায়গাতে ইতিমধ্যে মিছিল বের হতে শুরু হয়েছে। এমনকি কলকাতা এবং শহরতলিতেও রাম নবমীর মিছিল বের হয়েছে। এমনকি সেই মিছিলে অস্ত্র নিয়ে দাপাদাপি করতেও দেখা গিয়েছে। আর যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। 

বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত রামনবমীর মিছিল হয়। আর সেই মিছিলেই তলোয়ার হাতে দেখা যায় একাধিক ব্যক্তিকে। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। তাৎপর্যপূর্ণ ভাবে ওই মিছিলের সামনেই ছিলেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলার সজল ঘোষ। তবে এভাবে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই প্রসঙ্গে সজল ঘোষ বলেন, আইন সবার জন্যে এক। অস্ত্র মিছিল যদি আমাদের না হয় তাহলে তো কারোরই হওয়া উচিৎ নয় বলে দাবি বিজেপি নেতার।


শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপি নেতার আরও দাবি, এটা কোনও অস্ত্র মিছিল নয়। ভারতবর্ষের পরম্পরা অনুযায়ী একটা হলো শস্ত্র মিছিল। এই শিক্ষা আমাদের আদিকাল থেকে চলে আসছে বলে দাবি সজল ঘোষের। তাঁর মতে, এই অস্ত্র মা দুর্গার অস্ত্র। তা দুর্বলের ওপর প্রয়োগের জন্যে নয়, দুর্বৃত্তদের রোখবার জন্যই এই অস্ত্র মিছিল বলেও দাবি বিজেপি নেতার। শুধু সজল ঘোষই, রামমন্দিরে পুজো দিতে যান এদিন বিজেপি সাংসদ সজল ঘোষও।

Your Opinion

We hate spam as much as you do