Tranding

03:56 PM - 01 Dec 2025

Home / World / ফুটবলের এমবাপে ফ্রান্সে 'চরমপন্থিদের' বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিলেন

ফুটবলের এমবাপে ফ্রান্সে 'চরমপন্থিদের' বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিলেন

“আমি ফ্রান্সের জনগণের উদ্দেশে বলতে চাই, এই চরমপন্থিরা ক্ষমতার দ্বারপ্রান্তে, আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বেছে নিতে হবে।”

ফুটবলের এমবাপে ফ্রান্সে 'চরমপন্থিদের' বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিলেন

ফুটবলের এমবাপে ফ্রান্সে 'চরমপন্থিদের' বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিলেন
 
 18 Jun 2024


 
ফ্রান্সের জনগণকে 'চরমপন্থিদের' বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। সতীর্থ ফুটবলার মার্কাস থুরামের করা মন্তব্য সমর্থন করে এ আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ফ্রান্সের ফুটবল স্ট্রাইকার থুরাম ফ্রান্সের সাধারণ নির্বাচনের আগে কট্টর ডানপন্থি পপুলিস্ট দল ন্যাশনাল র‌্যালির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ৩০ জুন প্রথম পর্বের ভোটের মাধ্যমে দেশটির সাধারণ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

ইএসপিএন এর তথ্য অনুযায়ী এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এমবাপে বলেন, “মার্কাসের মতো আমিও একই মূল্যবোধে বিশ্বাসী। অবশ্যই আমি তাকে সমর্থন করি। আমার মতে তিনি খুব জটিল কিছু বলেন নি। এটা বাক স্বাধীনতা এবং আমি তার পাশে আছি।”

তিনি আরও বলেন, “আমরা (ফ্রান্সের জাতীয় ফুটবল দল) ফ্রান্সের নাগরিক, আমাদের চারপাশের বিশ্ব থেকে আমাদের বিচ্ছিন্ন করা যাবে না। আমরা জানি যে আমাদের দেশের জন্য এটি একটী গুরুত্বপূর্ণ সময়, একটি অভূতপূর্ব পরিস্থিতি।


“আমি ফ্রান্সের জনগণের উদ্দেশে বলতে চাই, এই চরমপন্থিরা ক্ষমতার দ্বারপ্রান্তে, আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বেছে নিতে হবে।”


এমবাপে তরুণদের অনুপ্রাণিত করে বলেন, “আমি সব তরুণদেরকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যাতেহ তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে। আমি আশা করি আমার কণ্ঠটি যতদূর সম্ভব অনুরণিত হবে। আমরা আশা করি, ৭ জুলাই এই জার্সি পরতে পারলে আমরা ঠিক এমনটাই গর্বিত অনুভব করবো।”

ফ্রান্সের আইনসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্বের ভোট গ্রহণ হবে ৭ জুলাই। ৯ জুন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থিদের অগ্রগতিতে হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ঝুঁকি নিয়ে দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন। নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টায় এমন ঝুঁকি নিয়েছেন তিনি।

ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থিদল ন্যাশনাল র‌্যালি অপ্রত্যাশিতভাবে ৩১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সবাইকে চমকে দেয়।


ফরাসি জনগণকে ন্যাশনাল র‌্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে এমবাপে বলেন, 'কিলিয়ান এমবাপে চরমপন্থার বিরুদ্ধে, যে দলগুলো আমাদের বিভক্ত করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের চুপ করে থাকলে চলবে না। যারা আমাদের বিভক্ত না করে ঐক্যবদ্ধ করবে আমি তাদের পাশেই থাকবো।”

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম বলেছেন, খেলোয়াড়দের রাজনীতি নিয়ে আলোচনা করতে এবং তাদের বাক স্বাধীনতার অধিকারকে সম্মান করতে তার কোনো আপত্তি নেই।

দেশম আরও বলেন, "প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তারা যেমন ফুটবলার, তেমনি দেশের নাগরিকও। তাই তারা ফ্রান্সের চলমান পরিস্থিতির বাইরে নয়।”

শনিবার থুরামের সংবাদ সম্মেলনের পর ফ্রান্সের ফুটবল ফেডারেশনের দেওয়া বিবৃতিরই প্রতিধ্বনি দেশমের এই মন্তব্য।

ওই বিবৃতিতে ফুটবল ফেডারেশনের বলেছে, “খেলোয়াড়রা তাদের মতামত প্রকাশের জন্য স্বাধীন, তবে ফেডারেশন নিজে নিরপেক্ষ থাকতে বাধ্য।”

Your Opinion

We hate spam as much as you do