স্থানীয়রা ড্রামের বিস্ফোরণকে আগুন লাগার কারণ বললেও দমকল বা পুলিশের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তাদের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে চারপাশে আরও অনেক কারখানা রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে
মহেশতলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে ৫ জন আহত।
মহেশতলায় অগ্নিকাণ্ড। একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলের পাশে অনেক বাড়ি রয়েছে। খালি করা হয়েছে এলাকা। আগুন নেভাতে তৎপর দমকল।
অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের ছড়িয়েছে। রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও দমকলের তরফে আগুন নেভানোর সব রকমের চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল, পরে তা খতিয়ে দেখা হবে।
স্থানীয় সূত্রে খবর, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম থেকে বিস্ফোরণ হয় আর তার জেরে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিস্ফোরণের সময়ই বেশ কয়েকজন আহত হন। পরে জানা যায়, ৬ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা ড্রামের বিস্ফোরণকে আগুন লাগার কারণ বললেও দমকল বা পুলিশের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তাদের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে চারপাশে আরও অনেক কারখানা রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে ততই অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। গত মাসে বড়বাজারের ১২ নম্বর বোর্ন ফিল্ড লেনের একটি রাসায়নিকের দোকানে আগুন লেগেছিল। মার্চ মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নারকেলডাঙা গেঞ্জি কারখানায়। মোট ৬টি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়। আবার এপ্রিলে লেনিন সরণিতে জ্যোতি সিনেমা হলের সামনে আগুন লাগে। কিছুদিন আগে জয়া সিনেমা হলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক মহিলা সহ অগ্নিদদ্ধ হন ২ জন। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
We hate spam as much as you do